আমাদের কথা খুঁজে নিন

   

আরেকটি মন খারাপ করা পোস্ট(রিপোস্টও বলতে পারেন)

স্বপ্নীল.......স্বপ্ন যেথা নীল......দিগন্ত ছুঁয়ে আকাশ যেমন বিলীন......

গত কাল তামিম আর জুনায়েদের আউটের পর মন খারাপ লাগছিল, তার পরেও আশায় বুক বাধছিলাম যে বাকি ব্যাটসমেনরা নিশ্চই প্রতিরোধ গড়বে আজ। আবেগের চোটে ছোট একটা কবিতা(হয়েছে কিনা জানিনা!!)ও উৎসর্গ করলাম। সকালে ঘুম থেকে উঠেই দেখি ওনারা বাসায় চলে গেছেন, মানে আরো একটা লজ্জাজনক পরাজয়!!!! হায়রে বাংলাদেশ টিম.... সবার জন্য গতকালের কবিতাটা রিপোস্ট দিচ্ছি। একটি স্বপ্ন----উৎসর্গ : বাংলাদেশ ক্রিকেট টিম --------------------------------------------- ওরা এগারো জন একটি ছবি আর তোমরা এগারো জন পুরো বাংলাদেশ। পনেরো কোটি মানুষ বুক আগলে রাখে তোমাদের তোমরা এগারো টাইগার এই পুরো মানচিত্রের।

তোমরা ব্যাটে বালে আশা নিরাশার খেলা খেলো এই আমি, আমরা কিংবা পনেরো কোটি মানু্ষকে নিয়ে, আমরা পেরেছি মায়ের ভাষা মায়ের করে রাখতে আমরা পেরেছি মোটে নয়টি মাসে একটি মানচিত্র আকতে আমরা পেরেছি সারা বিশ্বকে আমার মায়ের কথা জানাতে কত অর্জন তুমি শুনবে??? সেই আমরাইতো তুমি, তোমরা, বাইশ গজের এগারো জন ছাপ্পান্নো হাজার বর্গমাইল সব মিশেছে যেথা একটি বার কি পারোনা তোমরা পনেরো কোটি মানুষের স্বপ্নটা বাস্তব করে তোমাদের চোখে দেখতে? কোথাকার কোন বিরু না শেগু এসে বলে গেল টগবগে উঠে রক্তস্রোত পনেরো কোটি মানুষের যেটা টগবগিয়ে উঠতে হবে তোমাদের দেহে কিংবা বাইশগজের ঐ সীমানায়.... কান পেতে আছে সমগ্র বাংলার আকাশ বাতাস মাথায় নেবে তোমাদের এই জনতা শুধু একটি বার গর্জে উঠো টেকনাফ থেকে তেতুলিয়া পাতাল থেকে ঐ আকাশ অব্দি হুন্কার তুলো ধুলায় মিশিয়ে দাও ওদের অহংকার প্রমান করো আবার বাংলার বুকে দাড়িয়ে বাংগালীর বিরুদ্বে কথা বলার দুঃসাহস আর কেউ দেখিও না। আমরা ভালবাসি এই দেশটাকে আমাদের মায়ের মত আমার বর্ণমালার মত। উৎসর্গ : বাংলাদেশ ক্রিকেট টিম। ফুটনোট: আমি ভাই কবি না, তাই কবিতা হলো কিনা তাও জানিনা, তারপরেও মনের কষ্টটুকু স্বপ্ন করে লিখে দিলাম ব্লগে। শেবাগ জানোয়ারটার কথা শুনে ইদানিং একটু বেশী আবেগপ্রবন হয়ে পড়েছি, বাংলাদেশ টিম ইন্ডিয়াকে না হারানো পর্যন্ত শান্তি নেই।

বলতে পারেন বাংলাদেশ টিম কবে আমাদের এই আবেগটুকুর মুল্য দিবে????

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।