নাট্যকর্মী আবদাল
চাঁদনি রাতে বাড়ির উঠানে বসে চাঁদকে বলিলাম, চাঁদ তুমি কার ?
চাঁদ বলিল আমি আকাশের।
পাহাড়ের ঝর্নাকে বলিলাম, ঝর্ণা তুমি বলতো তুমি কার?
ঝর্ণা বলিল আমি পাহাড়ের।
বাগানের ফুলকে বলিলাম, ফুল তুমি কার?
ফুল বলিল আমি বাগানের।
সকালের শিশিরকে বলিলাম, শিশির তুমি কার?
শিশির বলিল আমি কুয়াশার।
তখন কুয়াশাকে চিৎকার করে বলিতে লাগিলাম
হে কুয়াশা তুমি কার ?
কুয়াশা বলিল আমি প্রকৃতির ।
তখন প্রকৃতিকে বলিলাম, প্রকৃতি তুমি বলতো তুমি কার?
প্রকৃতি বলিল আমি সবার।
আর যখন তোমাকে বলিলাম, প্রিয়া তুমি কার ?
তখন তুমি বলিলে,অনন্ত কাল ধরে যাকে পাওয়ার জন্য
অপেক্ষার প্রহড় গুনছি আমি তাহার।
কিন্তু বলতে পার প্রিয়া, আমি কার?
আমার সবকিছু যে শুধই তোমার । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।