মানুষ এখন আর তেমন হিসেবী নয়
কবেকার, কার বোঝা কে যে বয়।
ছেড়া, ময়লা, স্কচটেপ মারা সব টাকা নেয়
দর্জীরা মাপ-ডিজাইন ঠিক না হওয়া জিনিস গছিয়ে দেয়।
ভাল ফলের সাথে মন্দের চালান পেলে
টাটকার সাথে বাসি খাবারও গেলে।
কেনা জিনিস বদলাতে গেলে অস্বীকারের খপ্পরে পরে
বেশী টাকা দিয়েও অল্প টাকার ভাংতির চাপে পরে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।