আমাদের কথা খুঁজে নিন

   

অভিষেকের আগেই ওজন বাড়াচ্ছেন আতিয়া

‘হিরো’ ছবির রিমেকে অভিনয়ের মাধ্যমে বলিউডে অভিষেক হচ্ছে অভিনেতা সুনীল শেঠির মেয়ে আতিয়া শেঠির। এই ছবিতে তাঁর সহ-অভিনেতা সুরজ পাঞ্চোলি। ছবির শুটিং শুরু হচ্ছে আগামী নভেম্বরে। ক্যামেরার সামনে দাঁড়ানোর আগে পাঁচ কেজি ওজন বাড়ানোর নির্দেশনা পেয়েছেন আতিয়া। নির্ধারিত সময়ের মধ্যে ওজন বাড়ানোর জন্য সব রকম চেষ্টাই চালিয়ে যাচ্ছেন এই তারকা সন্তান।


১৯৮৩ সালে মুক্তি পেয়েছিল সুভাষ ঘাই পরিচালিত সাড়া জাগানো ছবি ‘হিরো’। ছবিটির প্রধান দুটি চরিত্রে ছিলেন জ্যাকি শ্রফ ও মীনাক্ষী। এবার ছবিটির রিমেকে আতিয়ার সঙ্গে জুটি বেঁধেছেন বলিউডের বিতর্কিত অভিনেতা আদিত্য পাঞ্চোলির ছেলে সুরজ পাঞ্চোলি। ছবিটি পরিচালনার দায়িত্ব পেয়েছেন ‘কাল হো না হো’খ্যাত নির্মাতা নিখিল আদভানি।
পুরোপুরি প্রস্তুত হয়েই ক্যামেরার সামনে দাঁড়াতে চান আতিয়া।

ওজন বাড়ানোর নির্দেশনা পাওয়ার পর শরীরচর্চা প্রশিক্ষকের পাশাপাশি পুষ্টিবিদের কাছে ছুটে যান তিনি। তাঁদের তত্ত্বাবধানে শরীরের ওজন বাড়ানোর কাজে ব্যস্ত সময় পার করছেন তিনি। তিন মাসের কম সময়ে যে করেই হোক পাঁচ কেজি ওজন বাড়াতে তিনি দৃঢ়প্রতিজ্ঞ।
আতিয়ার বলিউড অভিষেক প্রসঙ্গে তাঁর বাবা সুনীল শেঠি বলেন, ‘বলিউডে অভিষেক নিয়ে সে অনেক বেশি সিরিয়াস। চলচ্চিত্রে অভিনয়ের জন্য নিজেকে পুরোপুরি প্রস্তুত করতে নানা ধরনের প্রশিক্ষণ নিচ্ছে সে।

’ আতিয়ার সহ-অভিনেতা সুরজ সম্পর্কে সুনীলের মন্তব্য, ‘সুরজ ভদ্র ও মিষ্টভাষী। আমি নিশ্চিত সে নির্দোষ। তাঁর বাবা আদিত্য পাঞ্চোলির বিতর্কিত ভাবমূর্তির কারণেই সবাই সুরজকে দোষী মনে করছেন। ’  ।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।