আমাদের কথা খুঁজে নিন

   

অভিষেকের জন্য শাহরুখের চমক

মুম্বাই মিরর জানিয়েছে, ২০ ফেব্রুয়ারি সাড়ে ১২ লাখ রুপি মূল্যের ওই বাইকটি অভিষেকের বাড়িতে পাঠিয়ে দেন শাহরুখ। নিজের প্রতি শাহরুখের এমন ভালোবাসায় অভিভূত অভিষেক।

স্ত্রী ঐশ্বরিয়ার কারণে অনেকদিন ধরেই অভিষেকের সঙ্গে শাহরুখের সম্পর্ক ছিল শীতল।

২০০৬ সালে ‘কাভি আলবিদা না কেহনা’ সিনেমায় অভিনয় করার পর আর একসঙ্গে দেখা যায়নি ওই দুই অভিনেতাকে।

মূলত ২০০৩ সালে ‘চালতে চালতে’ সিনেমার শুটিংয়ের সময় ঐশ্বরিয়ার সঙ্গে মনোমালিন্যের সৃষ্টি হয় শাহরুখের।

ঐশ্বরিয়ার তৎকালীন প্রেমিক সালমান খানের কারণে শেষপর্যন্ত সিনেমা থেকে তাকে বাদ দেন শাহরুখ। এরপর থেকেই শুরু হয় শাহরুখের সঙ্গে ঐশ্বরিয়ার দূরত্ব।

পরবর্তীতে ২০০৭ সালে যখন অভিষেকের সঙ্গে বিয়ে হয় ঐশ্বরিয়ার, তখন সেই বিয়ের অনুষ্ঠানের দাওয়াত পাননি শাহরুখ এবং তার স্ত্রী। ফলে অভিষেকের সঙ্গেও দূরত্ব সৃষ্টি হয় শাহরুখের।

অবশেষে ২০১১ সালে নিজের জন্মদিনের পার্টিতে ঐশ্বরিয়া এবং শাহরুখের মিল করিয়ে দেন কারান জোহর।

কারানের মধ্যস্থতায় দীর্ঘদিনের দূরত্ব ভুলে যেতে রাজি হন তারা।

এরপর ২০১২ সালে ফিল্ম ফটোগ্রাফার ডাব্বু রাতনানির ক্যালেন্ডার উদ্বোধন অনুষ্ঠানে বরফ গলে অভিষেক এবং শাহরুখের। নতুন সিনেমা ‘হ্যাপি নিউ ইয়ার’-এর শুটিং করতে গিয়ে এবার আরও ঘনিষ্ঠ হয়েছে তাদের সম্পর্ক।

শাহরুখের এক বন্ধু মুম্বাই মিররকে বলেন, “ইদানিং খুবই খুশি শাহরুখ। ‘চেন্নাই এক্সপ্রেস’-এর সাফল্যের পর থেকে এখনও তার মুখে হাসি লেগেই আছে।

তার নতুন সিনেমার শুটিংও বেশ ভালোভাবে এগিয়ে যাচ্ছে। ”

খোশমেজাজে শাহরুখ সহশিল্পিকেই নয়, উপহার দিয়েছেন নিজের স্ত্রীকেও। ভালোবাসা দিবসে স্ত্রী গৌরিকে একটি বিলাসবহুল ‘সেডান’ গাড়ি উপহার দিয়েছেন তিনি।

‘হ্যাপি নিউ ইয়ার’ সিনেমায় শাহরুখ এবং অভিষেকের সঙ্গে দেখা যাবে দীপিকা পাডুকোনকে।

হাল সময়ের ব্যস্ততম অভিনেত্রী দীপিকার রয়েছে একটি বিশেষ গুণ।

তিনি তার পরিবার এবং সহকর্মীদের নিয়মিত উপহার দেন। অনেকেই ভাবছেন, হয়তোবা দীপিকার কাছ থেকে এই অভ্যাস রপ্ত করেছেন শাহরুখ।

অ্যাকশন-কমেডি ধাঁচের সিনেমা ‘হ্যাপি নিউ ইয়ার’-এর মুক্তির তারিখ এখনও প্রকাশিত হয়নি। ধারণা করা হচ্ছে চলতি বছরের অক্টোবরে মুক্তি পাবে সিনেমাটি।




সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।