আমাদের কথা খুঁজে নিন

   

২০১২, এক/বহু ঈশ্বরবাদ এবং পৃথিবী ধংশতত্ত



মাস খানেক আগে আমার বাসাতে ২ জন ভদ্রলোক এসেছিলেন। সাধারনত তারা রবিবার এ আসেন। কাজ ধর্ম প্রচার। ভিনদেশে থাকার জন্য তাদের ভাষাটা সামান্য পারলেও সব বিষয়ে সাবলিল ভাবে কথা বলা সম্ভব নয় আমার পক্ষে। আর আমার স্ত্রী তো একদম ই পারে না।

যাই হোক সাধারনত আমি বাসায় না থাকলে আমার স্ত্রী এদের দেখলে দড়জা খুলে না এবং আমাকে ও সেদিন খুলতে মানা করেছিল। কিন্তু কি মনে করে দড়জা খুলেছিলাম মনে নেই কিন্তু চমৎকার কিছু জিনিশ জানতে পেরেছিলাম! তারা এসেছেন চার্চ থেকে আমাদেরকে খিস্ট ধর্ম সর্ম্পরকে জানানোর জন্য। আমরা অন্য ধর্মে বিশ্বাসী বলাতে কথা বলতে চাইল তাদের ধর্ম নিয়ে। আমি সম্মতি জানিয়ে ভুল করেছিলাম কিনা জানি না কিন্তু ২ ঘন্টা সময় চলে গিয়েছিল! দড়জা খলার পরে তারা যা বললেন এবং আমি যা বুঝতে পারলাম তার সারমর্ম হলোঃ পৃথিবী ধংশ হয়ে যাবে খুব তারাতারি। এর প্রমান হিসেবে তারা বলছে H1N1 এর কথা (যা সোয়াইন ফ্লু নামে বেশী পরিচিত) তাদের দাবী H1N1 আসলে পৃথিবী ধংশের পুর্ব লক্ষন।

অনেকটা প্লেগ এর মত। এবং এর থেকে বাচতে হলে তাদের সাথে জেতে হবে। তারা পৃথিবী ধংশের একটি সময় ও ঠিক করে ফেলেছেন। সেটা হল ২০১২ সাল। এবং science and technology এর অবাধ উন্নয়ন এর কারনে তা আগে থেকে জানা সম্ভব হয়েছে।

যা ২০১২ নামক এক চলচিত্র এর মাধ্যমে প্রকাশ করা হয়েছে! (এর আগে ২০১২ এর বিষয়বস্তু নিয়ে আমার ধারনা ছিল না। ) তারপর তারা আমাদের কে কিছু VDO দেখাল যা তাদের চার্চ এর থেকে তৈরী করা এবং তাদের বক্তব্য কে সর্ম্থন করে। সবথেকে interesting হল তারা আমাদের নতুন এক তথ্য জানাল। বাইবেল-এ নাকি ঈশ্বর নিজেকে উদ্বৃত করার সময় আমরা (WE) ব্যবহার করেছেন তাই আসলে ঈশ্বর একজন নয়। এখানে ঈশ্বর একাধিক।

তারা বের করেছেন “বাবা ঈশ্বর” (God the Father) এবং “মা ঈশ্বর” (God the Mother)। আর আমরা হলাম তাদের সন্তান। (এই সময় ১বার মনে হয়েছে পৃথিবী কি আবার বহুঈশ্বর বাদ এর দিকে যাচ্ছে!!?) অবশেষে তারা আমাদের কে এই ধংশের হাত থেকে বাচার একটা রাস্তা ও বাতলে দিল এবং সেটা হল ওয়াইন এর সাথে ভেড়ার মাংশ খাওয়া সাথে তাদের তৈরী rice cake. যা খেয়ে প্লেগ থেকে রক্ষা পাওয়া গিয়েছিল যীশুখ্রীস্টের সময়। যা হোক অনেক কিছু বলার পর তারা ক্লান্ত হয়ে চলে গেলেন আর আমাকে উৎসাহী করে গেলেন ২০১২ দেখার জন্য। কি আছে এই movie তে দেখার জন্য তারাতারি ডাউনলোড করলাম (hall print ই)।

২ ঘন্টা এর বিনোদন হিসেবে ভাল ই বলা চলে! তবে এতে কিভাবে পৃথিবী ধংশের পূর্বাভাষ পাওয়া যায় বুঝে উঠিনি। আমার কাছে মোটামুটি মানের Adventure-comedy movie মনে হয়ছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.