আমাদের কথা খুঁজে নিন

   

দুইটা মজার জোকস! (-১৮)

বাংলাদেশ আমার দেশ
ডাক্তার-রোগী ডাক্তার : আপনাকে কতবার বলেছি চর্বিজাতীয় খাবার খাবেন না। রোগী : খেতে চাই না, কিন্তু জিহ্বা যে মানে না। ডাক্তার : এত বড় শরীর ছোট এক জিহ্বার সঙ্গে পারেন না, এ কেমন কথা? রোগী : জিহ্বা তো আর একা নয় পেটও যে তাকে সাপোর্ট করে। ****************************************************************** পাখি ১ম বন্ধু : তোকে যে পাখিটা দিয়েছিলাম সেটা কেমন? ২য় বন্ধু : হেভি টেস্টি। ১ম বন্ধু : বলিস কি, তুই ওটা খেয়ে ফেলেছিস? জানিস পাখিটা সাতটা ভাষায় কথা বলতে পারত? ২য় বন্ধু : তাই নাকি। কই জবাই করার সময় তো কিছু বলল না।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।