রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের একটি চিত্রশালা থেকে পুলিশ নারীর অন্তর্বাসে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেবের ছবি আঁকা একটি তেলচিত্র আটক করেছে।
এ ঘটনায় পুলিশ দাবি করেছে, বিদ্রুপাত্মক এই চিত্রের মাধ্যমে অনির্ধারিত আইন ভাঙা হয়েছে।
এর পাশাপাশি রুশ অর্থোডক্স চার্চ প্রধানের একটি ছবিও সরিয়ে নেন পুলিশ কর্মকর্তারা। ছবিতে চার্চ প্রধানের আবক্ষ অংশটি ট্যাটু দিয়ে ঢাকা ছিল। এছাড়া সমকামী প্রপাগান্ডা বন্ধ করার ক্ষেত্রে ভূমিকা রাখা দুজন আইন প্রণেতাকে নিয়ে উপহাস করা দুটি ছবিও সরিয়ে নেন তারা।
পুলিশ বিভাগ থেকে জানানো হয়েছে, অবৈধ প্রদর্শনী করা হচ্ছে এমন প্রতিবেদন পাওয়ার পর সোমবার সন্ধ্যায় মিউজিয়াম অব পাওয়ার চিত্রশালা থেকে তেলচিত্রগুলো আটক করা হয়েছে। একটি ফ্ল্যাটের দুটি কক্ষে প্রদর্শনীটি চলছিল বলে জানিয়েছে পুলিশ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।