বাঙলা কবিতা
মৌলিক মাতাল সন্ত আত্মমোমে প্রজ্জ্বলিত অহমের কথা বলি,
সে যদি একাই যাবে, যাক—
পাগলা-ভিড়বেষ্টিত, আমি যাবো সবান্ধব বনে
আমার পকেটভর্তি পাপ যাবে
সঙ্গে যাবে মুদ্রা-মেয়ে-মদ-মেদ, মেধাবী মাধবী;
সঙ্গে যাবে মুখরতা, মমতার মুখ
প্রেম আর পলায়ন হাত ধরাধরি করে সাথে যাবে
আর আমি আকাশের আলপথে আজীবন আহত আঁধার
দঙ্গল পিঁপড়ার মতো সারিবদ্ধ যাবো
কোলাহলে খুঁজে নেবো নৈঃশব্দ্যের ঠোঁট
মৌনতার মূক-মুখ চিনে নেবো মুখরতা ঘেঁটে
নিঃসংশয় ... অবশ্যই যাবো!
সব কিছু সঙ্গে নিয়ে সবান্ধব হেঁটে যাবো
স্বালোকিত, কলরবপ্রিয় লোক—
অন্ধকার চিরে চিরে, বৃষ্টি ভেঙে, দুঃখ কেটে
স্বজনবেষ্টিত যাবো, অভিনব একা
ভ্রমণবিমুখ যত পাখিকেও সঙ্গে নিয়ে যাবো
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।