আমাদের কথা খুঁজে নিন

   

সচেতনতা ডাউনলোডঃ নাগরিক হিসেবে নীতি

ইকার এর নিঃসঙ্গ বচন ১। আওয়ামি লীগ, বিএনপি, বিকল্পধারা রাজনৈতিক দল, স্বতন্ত্র, ব্লা ব্লা যে দলেরই আপনি সমর্থক হোন না কেন সমস্যা নেই । রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হতেই পারে । কিন্তু রাষ্ট্রীয়ভাবে প্রতিটি দলেরই কিছু নীতি থাকা উচিৎ । দুইটি ঔপনেবেশিক আমল থেকে মুক্ত হয়ে আমরা এখন একটি স্বাধীন রাষ্ট্র ।

সুতরাং আমাদের ঐক্যবদ্ধ থাকার স্বার্থে দল-মত নির্বিশেষে কিছু নীতি তে অটল থাকাটা জরুরী । যেমনঃ বাহাত্তরের সংবিধান এর মুলনীতি । ২ । একাত্তরের মুক্তিযুদ্ধটি ওইসময়ে সবার কাছে সমান ছিল না । অশিক্ষিত অথবা দেশের পরিস্থিতি সম্পর্কে সচেতন নয়, এমন লোকের কথা বাদই দিলাম ,দেশের শিক্ষিত সুশীল সমাজের মধ্যেও মুক্তিযুদ্ধ নিয়ে বিভেদ ছিল ।

কারো কাছে সেটি ছিল মাতৃভুমির ইজ্জত বাচানোর লড়াই, কারো কাছে সেটি ছিল ইসলামি রাষ্ট্রকে আলাদা করার ভারতীয় চাল, কারো কাছে ছিল গৃহযুদ্ধ, কারো কাছে দুই কুকুরের কামড়াকামড়ি । সুতরাং বুয্হে হোক না বুয্হে হোক, অনেক মানুষই সেসময় মনেমনে পাকিস্তান চেয়েছিল । তাদের এই চাওয়াটা দোষের না । কিন্তু যারা জেনেভা কনভেনশন ভেঙ্গে দেশে গণহত্যা,লুটপাট,ধর্ষন, অগ্নিসংযোগ ইত্যাদি চালিয়েছে - তারাই যুদ্ধাপরাধী । সুনির্দিস্ট প্রমাণ সহ যারা এইধরনের চিন্হিত যুদ্ধাপরাধী তাদেরকে ফাসি কাষ্ঠে ঝুলিয়ে দেশের কলঙ্ক-মোচন করা হবে, এটাই সকলের প্রত্যাশা ।

৩। রাষ্ট্র ধর্ম থাকার ব্যাপারে অনেক মতভেদ আছে । রাস্ট্রের আবার ধর্ম কি ? হতে পারে আমাদের দেশের সংখ্যা গরিষ্ঠ মানুষ মুসলিম । তাই বলে কি আপনি গনতন্ত্রের অপব্যাখ্যা দিয়ে ঐশ্বরিক মতাদর্শকে রাষ্ট্রীয় মতাদর্শের উপরে চাপিয়ে দিবেন ? কখনই না । ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।