আফতাব আহমেদ কিংবা অলোক কাপালিকে এ্যাশ (আশরাফুল) এর জায়গায় দেখতে পাবো বলে বাংলাদেশের ক্রিকেটপ্রেমী সকলের আশা ছিলো। কিন্তু কোচ জিমি সিডন্স বললেন- ২০০৮ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে দারুণ এক সেঞ্চুরি করেছিলো আশরাফুল। তাই তাকে দ্বিতীয় টেস্টেও রাখা হচ্ছে। কি বিস্ময়- এক সেঞ্চুরি মেরে ২ বছর দলে থাকা? বিশ্বের সেরা দলগুলোর টপ অর্ডার ব্যাটসম্যানদের গড় ৪৫ এর ওপরে। আশরাফুলের ২৫ এরও নীচে। ২২.৯২।
চট্টগ্রাম টেস্টে তিনি দুই ইনিংসেই ব্যর্থ হওয়ার পর অন্য কাউকে তার স্থলাভিষিক্ত করা উচিত ছিলো। তাই নয় কি?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।