আমাদের কথা খুঁজে নিন

   

লোটাস কামালকে দলে ওপেনার ব্যাটসম্যান হিসেবে অন্তর্ভূক্ত করে মাঠে নামানো হোক।

Only I know what is my goal, My heart is my temple.

লোটাস কামালকে দলে ওপেনার ব্যাটসম্যান হিসেবে অন্তর্ভূক্ত করে মাঠে নামানো হোক। ১। তার ভালো কমিটমেন্ট রয়েছে। তিনি দলের জন্য নিজেকে শতভাগ উজার করে দিতে পারবেন। কারণ তিনি রাজনীতিতে নিজেকে উজাড় করে দিয়ে সফলতা পেয়েছেন।

ক্রিকেট কেন তিনি কোনদিন ঝিঝি পোকা মেরেছেন কিনা তা নিয়ে সন্দেহ। তারপরো তিনি ক্রিকেট বোর্ডের সভাপতি হলেন। তিনি রাজনীতির মাঠে সফল। এটা আমার মতো হাবাও বলতে পারে। আমার মনে হয় তিনি ক্রিকেট মাঠেও সফল হবেন।

২। তিনি কথায় বলেছেন দেশের খেলোয়ারদের কমিটমেন্টের অভাব রয়েছে। তবে এরপর প্রমাণ করেছেন জাতীয় দলের খেলোয়াররা কেমন আত্মসম্মানবোধহীন হতে পারে। মানুষের মধ্যে কখন আত্মসম্মাণবোধ তৈরী হয়? যখন নিজের সক্ষমতার ওপর আস্থা থাকে। খেলোয়াররা মাঠেও নিজেদের সক্ষমতার প্রমাণ দিতে পারেননা বলেই তাদের আত্মসম্মানবোধের অভাব।

সাকিব মনে হয় ওয়েস্ট ইন্ডিজ থেকে কিছু শিখে এসেছেন। ৩। লোটাস কামাল ব্যাটসম্যান হিসেব অলরাউন্ডার। তিনি ভালো বলও করেন। জীবনের প্রথম বলটি করেই তিনি ক্যারিশমা দেখান।

তিনি ব্যাটসম্যানকে প্রলুব্ধ করে বলটি ঝুলিয়ে দিয়েছিলেন। এক্ষেত্রে বোলার ছিল সাকিব। ব্যাটসম্যান ঝুলানো বল দেখে সহজেই প্রলুব্দ হন। ছক্কা হাকাতে যান সাকিব। না তিনি পারলেননা।

লং অনে সীমানার কাছে গিয়ে ধরা খেলেন তিনি। কট। সাবাস লোটাস!!! ব্যাটসম্যান আউট হওয়ার পর একটু সামান্য বিরতি চলছে। বিরতির পর হয়ত বোলার লোটাস এবার নামবেন ব্যাটসম্যান হিসেবে। তবে আমার দাবী আগামী টেস্টেই লোটাস কামালকে দলে ওপেনার ব্যাটসম্যান হিসেবে অন্তর্ভূক্ত করে মাঠে নামানোর হোক।

আমার জোর বিশ্বাস তিনি মাঠে ভালো খেলবেন!!! আর সাকিব রাজনীতিতে আরো ভালো করতে পারবেন। কারণ যেভাবে প্রতিক্রিয়া দেখিয়ে সঙ্গে সঙ্গে পল্টি খেলেন তাতে ভালো ''পল্টি শিয়াল'' থুক্কু ''পিলিটি সেয়ান'' থুক্কু পলিটিশিয়ান হতে পারবেন। এজন্য জোর দাবী জানাচ্ছি। ছবির ভবিষ্যৎ ক্যাপসন...... (ছবিতে সাবেক অধিনায়ক সাকিব জাতীয় দলের অধিনায়কত্ব লোটাস কামালকে বুঝিয়ে দিচ্ছেন)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.