আমাদের কথা খুঁজে নিন

   

টুকরা কাব্য



১। এদেশে মস্তান হতে মন্ত্রী হয় হেসে আসছে ভোট বাঁধবে জোট কালোবাজারী ব্যবসা ছেড়ে এমপি হওয়া এখন দরকারী। ২। এখানে মূল্য নেই ভালোর কাগজী ভাই বসে আছে অন্য পথের আলোয়। ৩।

বিশুদ্ধ চিন্তা সৌন্দর্য বিসর্জনের ডালা হাতে জুয়া চলে মনের সাথে তুমি কী থাকবে আমার সাথে ৪। ভোট ভিক্ষাচায় সে গতকাল রাতে হাতে কিছু টাকা দেয় ভালো কিছু খেতে। ৫। বখাটেরা শর্ট শার্ট পড়ে হেঁটে যায় রাস্তায় মেয়েরা সব চলে গেলে বক পয়েন্টে হাতরায়। ৬।

চুলের রং ব্রাউন মোটরসাইকেল চড়ে বখাটে ক্রাউন শিক্ষায় এইট পাশ জেলে গেলে ছাড়া পায়। ৭। মেকী সেজো না ভাবছো গুণী তোমার মতো আত্মঘাতী করছো তুমি নিজের তি মুখ দেখলে আয়নায় পড়ে যাবে ভাবনায়। ৮। আগন্তুক এলে মনে হয় ভিক্ষুক পরণে আওয়াজ আসে মাফ করো ব্যার্থ মনোরথে বলে যায় আমি আগন্তুক।

৯। তোমার এমন মর্ডান মাইন্ড শরীরে নাই কাইন্ড ঘর জুড়ে চিৎকার মনে হয় বিকার গবার শান্তি করলে নষ্ট তুমি হবে পথ ভ্রষ্ট। ১০। নীতির মুখুশ পড়ে দুর্নীতি করে বিচারের নামে তারা প্রহসন করে। ১১।

হও যদি বিরোধীদল সংসদ বয়কট করে রাজপথে চলো। হও যদি সরকারীদল কাজকর্ম ছেড়ে ছুঁড়ে ফিতা কাটতে চলো। ১২। যদি গান গায় মানুষের বনের পশু বিদ্রুপ করে বলবে দেখ কী করে রে। ১৩।

এখানে তৈল মর্দন ছাড়া পাখি ডাকে না সূর্য্য ওঠে না দলাদলী দালালী ছাড়া বড় হওয়া যায় না। সত্যকথা বললে প্রাণ থাকবে না লিখলেও কবিতা হবে না। ১৪। কথা বলো যদি শোষিতের পে সে কথা বর্শা হয়ে বিদবে নিজ বক্ষে ১৫। এদেশে উপরী ছাড়া কাজ হবে না এখানে বাকশক্তি আশ্রয় লাঠিসোঠা যতসব মতাবান মতাহীন দিবানিশি বাঁজায় শুধু বশীঃ করণের বিন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.