বৃষ্টি যেরকম আসতে আসতে ফিরে যায়..তেমনি বৃষ্টির মতো আমিও ফিরেছি বহুবার...
আমি জানিনা,আমি ভূল দেখলাম কিনা ! ভুল শুনলাম কিনা ,তাও বুঝতে পারছিনা ।
সরকার আরেকটি কাপ্তাই বাঁধ নির্মাণে মার্কিন সরকারের সহযোগিতা চেয়েছে !
এটি কি সম্ভব?
................এক কাপ্তাই বাঁধের কারণে উদ্বাস্তু ১ লাখ মানুষ,৫৪ হাজার একর ফসলী জমি বিলিন,দীর্ঘ রাজিনিতক সংগ্রাম,হাজারো মৃত্যু। বিনিময়ে মাত্র ২৩০ মেগাওযাট বিদ্যুত,তাও মাত্র বছরের কয়েক মাস। আবার কেনো সরকার আরেকটি ঝুঁকি নিচ্ছে??
......................সুখে থাকলে কি মানুষকে মাঝে মাঝে ভুতে কিলায়,এই প্রবাদটি কি আসলেই সত্য,তাহলে ?????
নিউজ লিংকটি দেখুন---------
Click This Link
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।