আলোর মউৎ হলে তমসা বাঁচবে না....।
দীপ্তি তো একদমই বাঁচবে না
আলো ও দীপ্তি মিলে তমসার ঘরে ......
এসে বলে, আমরা আজ আঁধারের শাদী দেবো আলোর সাথে
আলো আমার, আলো ঠাকুরের ...
ঠিক ঠিক বুক ধড়ফড় করা সন্দ্ধ্যায়
সবচে' দর্পিত যে পা প্রভাত মাড়িয়ে যায়
তার পা আমি দেখি, এত খুবসুরুত পা
আমার খোশনসিবে কদমবুচির কপাল নাই
তা'হলে সব বুদ্ধিবৃত্তিক বুজরুকি ঝেড়ে ফেলে বলতাম
তুমি আমাকে সেলাই কর
আমার চোখে সুঁই মেশিন, পত্র পল্লবসহ আমার জ্যোতি সেলাই করো
ও ! আমার গার্মেন্টস নারী
প্রভাতে পাল তুলেছে যে বায়ু
আমি তার জরায়ু জড়াই, হাওয়া হয়ে জন্ম নেই
প্রভাত আমার কাছে বে-দ্বীনের আজান
প্রভাত আমার কাছে বস্ত্রবালিকার সহসা উত্থান
ঘুমের ঘোরের কালে স্বপ্নের সিঁড়ি বাই
আমারই প্রাণধর্মে আমি নিজেকে বিলাই
এসো না প্রাণের কাছে প্রাণ ধার দেই
হা হা ! লাগানো বকুল গাছে জুঁই ফুটে আছে !!
আমি যে পুষ্প, আমি যে ছিলাম তার সন্তান শৈশবে
আমি হাসি নজরুলের মতো
বজ্র -মুখোশ
আমি পরে আছি
আসমানের স্বরূপ আমি দেখি নাই কতোকাল
আমার আয়না আমি মুছি, ছুরুত সম্ভাবনায় আমি তার অবয়বকাল
আমি সোমেন চন্দের বংশধর
আমি চট করে চন্দ্রবংশের অধিপতি হই
গোলাপ অমাবস্যায় কালো হয় না
আমি জাতী্য় জগৎরক্ষা আন্দোলনের সভ্য সদস্য
আমরা আজ প্রস্তাবনা পেশ করছি:
এসো প্রাণধর্মে বিরচিত সব প্রবন্ধ্ পড়ি
ভাঙা ঘরে চালহীন, জ্যোস্না পরখ করি
আমার দাদী ছিলেন দুইজন
একজন পরহেজগার, অন্যজন ভীষণ আশেকান ছিলেন । ।
নামাজে ও আশেকানে কি পার্থক্য আছে ?
ছাড়াবাড়ি ছত্রখান, গুল্লি মারি সকলেই মিলেমিশে
গুলতানি মারি
আমি নাকি অমর,আমি তা বিশ্বাস করি না ...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।