আমাদের কথা খুঁজে নিন

   

আকাশটাকে বন্ধু বলে ভাবি

দেশকে ভালবাসি। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করি। রাজাকারবিহীন বাংলাদেশ দেখতে চাই।

আকাশটাকে বন্ধু বলে ভাবি নীল জ্যোছনায় স্বপ্ন খুঁজে ফেরে কাব্যের দ্যোতনা শব্দের পর শব্দ সাজিয়ে তৈরি করি ভালবাসার পংক্তিমালা যদি কখনও তোমার চোখে পড়ে নক্ষত্রের ছায়ায় ছায়ায় রেখে যাওয়া চিহ্নের স্পর্শ অনুভবে আমি জানি তুমি ঠিকই চিনে নেবে আমায়!!! আকাশটাকে নিজের চোখেই রাখি বৃষ্টিভেজা শেষ বিকেলে রামধনুর সাতরংয়ে আঁকা স্বপ্নকে ভাসিয়ে দিই মেঘের ভেলায় যদি কখনও তোমার চোখে পড়ে স্বপ্ন বাহক মেঘদূতের পরম উষ্ণতায় আমি জানি তুমি ঠিকই চিনে নেবে আমায়!!! স্বপ্ন আমার মনের আকাশ জুড়ে এক আকাশ স্বপ্নকে লালন করি প্রতিনিয়ত বাস্তবতার ঠাস বুনটে গুমরে কাঁদে একান্তে শেষ রাতের ক্লান্ত আকাশ ঠিক তখনই মনে করিয়ে দেয় তোমার কথা জানি একদিন ঠিকই চিনে নেবে আমায় তুমি!!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।