যারা উত্তম কে উচ্চকন্ঠে উত্তম বলতে পারে না তারা প্রয়োজনীয় মুহূর্তে শুকরকেও শুকর বলতে পারে না। এবং প্রায়শই আর একটি শুকরে রুপান্তরিত হয়।
একদিন মেঘ আকাশটাকে খেতে শুরু করতেই
খুব দূর দিয়ে উড়ে যাওয়া চিল
মন খারাপ করে আছড়ে পড়ল মাটিতে
আর মাটির সেইসব ভোঁতামুখ মানুষগুলো
ফানুস নিয়ে উঠতে শুরু করল
দূর আকাশের দিকে
সবগুলো গৃহস্থালী থেকে
মেঘের নীচের
সবগুলো গঞ্জগ্রাম থেকে
দারুন সব ফানুস
লাল নীল গোলাপী সাদা
হলুদ কমলা
আমি চেয়ে চেয়ে দেখলাম
ক্ষুধার্ত মেঘের প্রতি মানুষের বিদ্রোহ
কি দারুন!
কি অদ্ভুত!
তুমি দেখেছো কি কখনো
ফানুসের রং এ
মানুষের মুখ
আকাশের মত লাগে
ঐ যে লাল নীল সাদা
চোখেরও উপরে
মনি’রও উপরে
সেই সব আকাশের মত লাগে
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।