মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ড. শিরিন শারমিন চৌধুরী বলেছেন, মহজোট সরকার অসহায় দুঃস্থ মানুষের কল্যাণে কাজ করছে। যার প্রমান গত একবছরে বয়স্কভাতা, বিধবা ভাতা, উপকারভোগী ভাতা, মাতৃত্বকালীণভাতসহ বিভিন্ন ভাতার পরিমান বৃদ্ধি। অসহায় মানুষের কল্যাণে সরকারের পাশাপাশি বিত্তবান ব্যক্তিদেরও এগিয়ে আসা উচিৎ।
তিনি নোয়াখালী চাটখিল ও সোনাইমুড়ীতে দুঃস্থ মহিলাদের মাঝে হাঁস ও কম্বল বিতরন এবং বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে বিনামুল্যে চিকৎসা সেবা কার্যক্রমের উদ্ধোধন কালে এই কথা বলেন।
এসময় আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান, পুলিশ সুপার হারুন অর রশিদ হাযারী, সিভিল সার্জন ডাঃ নুরুল ইসলাম, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) নোয়াখালী জেলা শাখার সভাপতি ডাঃ এম এ নোমান, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আবু আহম্মেদ, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বিবি তহুরা ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।