আমাদের কথা খুঁজে নিন

   

মোস্তফা সরয়ার ফারুকী আমারে বহিষ্কার করছে!

মুভি ক্রিটিক ব্লগ (প্রথম বাংলা মুভি ব্লগ) ★★★★★ © ২০০৭ - ২০১৩ ওয়েবসাইট: www.saifsamir.com

ব্রাদার ফারুকী কোন কারণ না দর্শাইয়া ফেসবুকে আমারে উনার ফ্রেন্ড লিস্ট থ্যাইকা রিমুভ কইরা দিছে! জাতির বিবেকের কাছে আমার প্রশ্ন- কেন? কি আমার অপরাধ? আমি এমন কি করিয়াছি যে ফারুকী ভাই অমন সিদ্ধান্ত নিতে 'বাধ্য' হইলেন? যাহা হউক, উনি আমারে কিছু না কইলেও আমি বুঝবার পারছি ঘটনাটা কি। আপনারা অনেকে অবগত আছেন সেক্স অ্যান্ড দি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার - সাইফ সামির - এর **মুভি রিভিউ** নামে আমি একখান লেখা লিখছিলাম। লেখাটা ফেসবুকে I Love Movies! ফ্যান পেজের নোটেও প্রকাশ করছি। পরবর্তীতে লেখাটায় ফারুকী ভাইরে ট্যাগ করছিলাম। এবং এটাই আমাগো ক্ষণস্থায়ী 'ফেসবুকীয় বন্ধুত্বে' কাল হইয়া দাঁড়াইলো! হয়তো লেখাটা উনার ভালো লাগে নাই কিন্তু তাই বলিয়া ডাইরেক্ট অ্যাকশন! উনি তো কমেন্টে উনার অবস্থান তুইলা ধরতে পারতেন, না হয় শুধু ট্যাগ রিমুভ করবার পারতেন কিংবা ব্লগে আইসা একটা মাইনাস দিয়া যাইতেন (অবশ্য এটা সম্ভবত উনি বা উনার সাগরেদ কইরা গেছেন)! কিন্তু উনি সরাসরি আমারেই মাইনাস করলেন ক্যান? পুরো রিভিউ জুড়ে আমি কি উনারে এক লাইনও ব্যক্তিগত আক্রমণ করছি? বরঞ্চ কতো ভালা ভালা কথাই না কইছি! মুভির যা সমালোচনা করছি তা নিয়া যদি উনার দ্বিমত থাকে তো কইতেন! কিন্তু না উনি আমারে সরাসরি ক্রসফায়ারে দিলেন! কেউ হয়তো বলবেন এটা উনার ব্যক্তিগত ব্যাপার। আলবৎ! বন্ধু হিসাবে উনি সাইফ সামির-রে রাখবেন না সাইফা সামিরা-রে রাখবেন তা উনার ইচ্ছা। আমি যে বিষয়টারে বৃত্তের বিন্দু বানাইবার চাই তা হলো- দেখেন, পরমতসহিঞ্চুতার কত বড় অভাব! স্বচ্ছতা প্রকাশের সেলিব্রিটিসুলভ থোড়াই কেয়ার! অথচ ভ্যারাইটির 'রিভিউ' থ্যাইকা পজিটিভ কথাগুলো মুভির পোস্টারে ট্যাগ করতে কতই উৎসাহ! কিন্তু দেশীয় মুভির দেশীয় রিভিউতে ট্যাগ করলে বহিষ্কার! এই ঘটনায় আমি ইমোটিকন দিয়া কাঁদমু না lol হাসি হাসমু বুঝবার পারতাছি না!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।