আমাদের কথা খুঁজে নিন

   

মোস্তফা জব্বারের সাইট নাই?

আমারে পাইবেন এই ঠিকানায়dhali912@gmail.com

বাংলাভাষারে তো কিনা ফালাইলো মোজো কাকু । লেকিন একখান একখান ওয়েবসাইট বানাইতে পারলো না ক্যানো? আনন্দ কম্পিউটার্স দিয়া সার্চ মারলেই দেখি কাকুর কোনো সাইট নাই । শেষ মেষ গুগল ইমেজে গেলাম, কাকুর বিখ্যাত বদনখানা দেইখা নিজেরে স্বান্তনা দিতে । কাকু (আর কাকুর হ্যান্ডসাম পোলা) এইখানেও গরহাজির । ভাষা বেইচা কাকুর কী আসলেই তেমন লাভ হয় নাই? বেচারা একখান পার্সোন্যাল ওয়েবসাইটও খুলবার পারলো না? আমি তো কোনো ভাষার উপর এরম দখলি স্বত্ব কিনলে একটা ফোরাম বানাইতাম অ্যাটলিস্ট । বেচারা কাকু! (ভালো কথা কাকু কী বল্গিং করে?)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।