সবার উপরে মানুষ সত্য!
আসলে কম্পিউটার গেইমটার নাম 'Cadillacs and Dinosaurs' হলেও আমার কাছে মোস্তফা নামেই বেশি পরিচিত। কেননা খেলার শুরুতেই আমরা ২/৩ জনা মিলে কে নায়ক মোস্তফাকে নিবে তা নিয়ে প্রায় মারামারিই শুরু হয়ে যেত.....সবাই একসাথে কয়েন ঢুকাতাম এই জন্য যেন কোন ঝগড়া না হয়......তারপর যে পারো তাড়াহুড়ো করে মোস্তফাকে নাও.....আর মোস্তফাকে না পেলে মনটা একটু খারাপই হয়ে যেত যেন......!!
আজ হঠাৎ করেই খুব মোস্তফা খেলার ইচ্ছা জাগলো......সেই সপ্তম শ্রেণীতে পড়াকালে প্রথম মোস্তফা খেলা শুরু করি.....তারপর থেকে এইটা যেন নেশার মত হয়ে গেছিল....! আর একটা মজার ব্যাপার হল, পরের দিকে বাসার কম্পিউটারএ মোস্তফা খেলার সুযোগ হওয়া সত্বেও আমি দোকানে গিয়েই মোস্তফা খেলতাম....কেননা, এই খেলার আসল আনন্দ দোকানে গিয়ে খেলার মাঝেই নিহিত।
এই মোস্তফা খেলার জন্য আমি জীবনের দুইটা নতুন অকাম শুরু করি......স্কুল পালানো আর বাবার পকেট থেকে প্রতি সপ্তাহে ১০০ টাকার একটি করে নোট উধাও করে দেয়া......!!
তখন প্রতিটা কয়েনের দাম ছিল ৩ টাকা.....আর ১০০ টাকায় দোকানদার আমাকে ৩৫ টা কয়েন দিত.....তাই দিয়েই আমার সারা-সপ্তাহ পার করতে হবে......সে এক কঠিন হিসাব-নিকাশ.....!
স্কুল পালিয়ে, কোচিং কোনমতে শেষ করে সারা দিন পরে থাকতাম একটা দোকানের ভিতরে.....সঙ্গে থাকত ৪/৫ জন বন্ধুবান্ধব.......! হই-চৈ, গন্ডগোল আর ক্যাঁচাল করে কাটিয়ে দিতাম সেই সময়টুকু।
___________________________________________________________________________________
জ্যাক, হান্নাহ, মোস্তফা, মেস, বাজুকা, শটগান, গ্রেনেড, চাকু, ড্রাম, খাবার ---এই শব্দগুলো আজও অনেক আপন ! সবার চোখকে ফাঁকি দিয়ে, অনেক বাধা-বিপত্তি পার হয়ে ওই ছোট্র দোকানের ভিতরে কিজে আনন্দ লুক্কায়িত ছিল, তা আজকে আমি হাড়ে-হাড়ে বুঝতেছি রুম-হিটারে পরিবেষ্টিত সাদা রঙের একটা ঘরের চার-দেয়ালের মাঝে বন্দী হয়ে.....!!
সেইসব দিনগুলো.....সেই বন্ধুত্ব, সেই নিঃশর্ত ভালবাসা....বন্ধন......উত্তেজনা.....শিহরণ.....ভাল লাগা, আবেগ আর নিয়ম ভেঙ্গে অনিয়মের আনন্দে মত্ত হয়ে উঠা, আজ হাজারো ইউরো দিয়েও ফিরে পাওয়া যাবে না......!!
___________________________________________________________________________________
দোকানের ভিতরে ভ্যাপসা গরম, আমি আর আমার বন্ধু মোস্তফা খেলছি......কারও পকেটে কোন টাকা/কয়েন নেই......শেষ লাইফ......তাও আবার লাল বাত্তি জলতাছে......দুজনারই জীবন যাই যাই অবস্থা.......হঠাৎ আমি চিৎকার দিয়ে উঠলাম, "দোস্ত, আমি ব্লেড বসকে বাটে ফালাইছি.....তুই আমার পিছনে দাঁড়া......!!"
© বায়েস আহমেদ
৩১ আষাঢ় ১৪১৭ বঙ্গাব্দ
সময়: সকাল ৪ ঘটিকা
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।