আমাদের কথা খুঁজে নিন

   

শিকদার মোস্তফা-এর ছড়াগুচ্ছ/নিব ৩৪



ডিজিটাল জাউড়ামি রাত বারোটা বাইজ্জা গেলে কমে মোবাইল খরচা, লাড়কা এবং লাড়কিরা দেখ করে প্রেমের চর্চা। প্রেমের তুফান তুঙ্গে গেলে আর থাকে না গায় জামা, প্রেমিক পুরুষ মোবাইল ফোনে খোলে প্রিয়ার পায়জামা। মধ্যরাতে মূল্যহ্রাসের অফার পাইয়া আউড়ামি, কোম্পানীরা ছাওয়ালগরে শিখাইতাছে জাউড়ামি। মাগীকাব্য কোন কালারের মাল লাগবে কোন বয়সের মাল ভেড়া এবং ছাগীর মতো আছে মাগীর পাল। মাল আছে ভাই মাঞ্জা মোটা এবং কোমা সরু চিজ এমনই কালেকশনে দেখলে হবেন গরু।

সব ব্র্যান্ডের প্রডাক্ট আছে নাটক মডেল ফিলিম কিছু আছে চর্বিওয়ালী কিছু দারুণ সিলিম। ও ভাইজান, ও চাচাজান ও দাদাজান শুনুন ভার্সিটি পাস মাল পেতে আজ কড়কড়া নোট গুনুন। মাগী আছে ফর্সা কালো এবং আছে লাইট ফিগার গড়ন জানতে হলে দেখুন ওয়েবসাইট। দিতে পারি ফরেন মাগী সাদা এবং গা লাল ইংরেজিতে এম.এ করে আমি মাগীর দালাল। সেনাপতি বেঈমানে বেঈমান সেনাপতি জাফর আলী খান চেয়েছিলো নো মুভ নো একশান।

একশানে যায় নাই ক্যানো আজ জানা রক্তের নদী বয় হয়ে কিলখানা। সেনাপতি দালালের ভিনদেশি গুরু গোলামের নাম দেখ ‘এম’ দিয়ে শুরু। বিদেশের কথা মতো ফেলেছিলো জাল বেঈমান বাটপার ঘাতক দালাল। বারবার জাফরেরা করে ধুনফুন নিরস্ত্র সিরাজেরা তাই হয় খুন। ভোগবাদ খাও-দাও গান গাও আর করো নর্তন দিনরাত দেখো টিভি খেলো দাবা হরতন।

ছেলে-মেয়ে একসাথে ঘোরো মেরে মাঞ্জা আড্ডায় সাথে নাও মদ বিড়ি গাঞ্জা। মা-বাবার মনটাকে ভেঙ্গে দাও লুটিয়ে বে-শরম হয়ে যাও করো প্রেম চুটিয়ে। সভ্যতা ভেঙ্গে দাও, সমাজের কী রীতি? রাত জেগে মোবাইলে করো প্রেম-পীরিতি। ইওরোপ-ম্যারিকার মতো খোলো অঙ্গ যার তার সাথে করো শারীরিক রঙ্গ। পরিবারবদ্ধতা য়ে হবে ভঙ্গ বুড়াকালে মারা যাবে হয়ে নিঃসঙ্গ।

তথ্যসন্ত্রাস যে পত্রিকা আলোর সাথে কালোর লাগায় অন্তমিল সে আদ্মীগো ধইরা জোরে মুরগি ছিলা ছিল। নিব উৎসঙ্গ সৃজন চিন্তনের একটি শোভণ ছড়াপত্র বর্ষ-দশ, সংখ্যা-৩৪, মার্চ-২০১০

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.