আমাদের কথা খুঁজে নিন

   

ব্যাটিং নিয়ে আশা

অসুস্থ নগরে একটু সুস্থতার খোঁজে ...........

চট্টগ্রাম টেস্টের আগে শেবাগ কঠিন সত্যটা তুলে ধরেছিলেন বলে মিডিয়া এবং আমরা তাকে কম গালাগাল করিনি । আমাদের বোলাররা শেবাগকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল আমরা হেলার দল নই । পিচের সুবিধা আদায় করতে আমরাও জানি । তারই ফল ভারতের ২৪৩ রানে গুটিয়ে যাওয়া । অনেক আশা নিয়ে ব্যাটিং দেখতে বসেছিলাম, লাঞ্চ পর্যন্ত তামিমের ব্যাট আনন্দের পাশাপাশি একটা শঙ্কাও জাগাচ্ছিল ।

বেশী তাড়াহুড়া না করে ফেলছি আমরা, তাছাড়া জহিরও মনে হয় বুঝে ফেলেছিল পিচের আচরণ । শেষে কি দেখা গেল ? টপ থ্রী এখন সাজঘরে । ক্রিজে সেই আশরাফুল ও রকিবুল । আরেকটা সংগ্রামী জুটির আশা ছাড়া কি করতে পারি আমরা ? বারবার বোলারদের সাফল্য ম্লান করে দিয়েছে ব্যাটসম্যনরা । আজও কি তেমন কিছু ঘটতে যাচ্ছে ? আমরা কি আবার শেবাগ-শচীনদের তামাশার পাত্র হব ? আশা, ভালো কিছুর আশাই বারবার খেলা দেখার প্রেরণা জোগায় ।

তাইথো মাথা ব্যাথা নিয়েও খেলা দেখছি, আমি যে দেশকে ভালোবাসি । যারা মাঠে তারা যে আমাদের প্রতিনিধি, তাদের মাঝেই নিজেকে খুঁজে বেড়াই ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.