অসুস্থ নগরে একটু সুস্থতার খোঁজে ...........
হায়রে, কি আশা ছিল আর কি দেখতেছি। মনে করছিলাম উইন্ডিজবধ আর জিম্বাবুয়ে সিরিজ জিতে বাংলাদেশ লাইনে আসছে। এখন দেখি কিছুই হয় নাই। সেই বালকসুলভ ব্যাটিং আর নাবালকের মত আউট হয়ে কল্লা নড়াইয়া সাজঘরে ফেরা। বিসিবির ওয়ানডে সিরিজের আগে করা বিগ বস টি-২০ কি আমাদের বিগ শট শিখাইয়া দিল ? এখনি সময়, মান-ইজ্জত হারানোর আগে শাহরিয়ার নাফিস-অলক কাপালী-আফতাবকে দলে ফেরান।
কাপালী ব্যাটে ভাল না করলেও বল হাতে মনে করিয়ে দিয়েছে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে সেই হ্যাট্রিক করেছিল। নাফিস দেখিয়েছে টি-২০ তে কিভাবে ধরে খেলতে হয়। আর আফতাবকে দরকার হার্ড হিটিং এর জন্য।
জানি বিসিবির কানে কেউ না কেউ এসব তুলবে, তারাও চোখ বুজে থাকবে। এমন ব্যাটিং দেখতে হবে আমাদের।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।