আমাদের কথা খুঁজে নিন

   

আবার সেই ব্যাটিং !!!!

অসুস্থ নগরে একটু সুস্থতার খোঁজে ...........
কি ঘটতে যাচ্ছে দ্বিতীয় টেস্টে ? বাংলাদেশ যেভাবে ব্যাট করছে তাতে বলাই যায় দারুনভাবে ম্যাচে ফিরে এসেছে উইন্ডিজ যুবারা । এর অনেকটা দায় কিন্তু বাংলাদেশী ব্যাটসম্যানদের , দায়িত্বহীন ব্যাটিং এর বাজে প্রদর্শন করলেন তারা । যখন সবচে প্রয়োজন তার সেবা, তিনি খেলতে নেমেছেন ৫০ তম টেস্ট ; একটা ভালো ইনিং যেখানে তার সাম্প্রতিক ব্যর্থতাকে ঢেকে দিতে পারত , সেখানে তিনি আবার ব্যর্থ । অত্যন্ত বাজেভাবে আউট হয়ে আমাদেরকে আরেকবার ছোট করলেন আশরাফুল । হয়ত সময় এসেছে মিডল-অর্ডারে যোগ্য কাউকে স্থান দেয়ার । এখনো ১০৩ রানে পিছিয়ে বাংলাদেশ , লিড তো পরে তাদের কাছাকাছি রান করতে পারবে কিনা সেটাও সন্দেহ হচ্ছে । ভয় লাগছে এ টেস্ট হারলে সাকিবের ক্যাপ্টেনসি নিয়ে প্রশ্ন উঠবে , ছেলেটার উপর চাপ আরো বেড়ে যাবে । কারন মাশরাফি কবে মাঠে ফিরবেন তা অনিশ্চিত , সাকিবকে ওয়ানডে সিরিজেও ক্যাপ্টেনসি করতে হতে পারে । দেখা যাক কি হয় , যথারিতী আশায় রইলাম ভালো একটা ইনিংসের । West Indies 237 Bangladesh 157/6 (tamim 37,raqibul 44)
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.