আমাদের কথা খুঁজে নিন

   

বারবিকিউ ইন বিজগিরি

এখনো অনেক অজানা ভাষার অচেনা শব্দের ত ই পৃথিবীর অনেক কিছুই অজানা-অচেনা রয়ে গেছে!! পৃথিবীতে কত অপূর্ব রহস্য লুকিয়ে আছে- যারা দেখতে চায় তাদের ঝিঁঝিঁ পোকার বাগানে নিমন্ত্রণ। http://zizipoka.com/ শেরপুরের জেলার রামচন্দ্রপুরের নালিতাবাড়ী ইউনিয়েনের বিজগীরি গ্রামে গত ১৭ই ফেব্রুয়ারি রাত আড়াইটার সময় এই আয়জন। ১। অনেক কষ্টে গ্রায় কাঁচা লাকড়িতে ক্যাম্প ফায়ার তৈরি করার হচ্ছে। ২।

৩। এবার আগুনের কাছে আছে ইস্রাফীল। ৪। এবার জ্বলেছে আগুন ৫। ৬।

৭। আরো একটু উসকে দিতে হচ্ছে আগুন.... ৮। চলছে বারবিকিউ এর আয়োজন। ৯। পরিস্কার করা হচ্ছে মুরগী ১০।

ধুয়ে পরিস্কার করে রাখা হয়েছে মুরগী গুলি, এবার মসলা মেখে আগুনে ঝলসানোর অপেক্ষা... ১১। কয়লার তাপে মসলা মাখা মুরগী গুলি ঝলসানো হচ্ছে ১২। কয়লার তাপে মসলা মাখা মুরগী গুলি ঝলসানো হচ্ছে, আর চমৎকার ঘ্রাণসহ হালকা ধুয়া উঠছে.... ১৩। হঠাৎ বৃষ্টি, কি আর করা দুটি চেয়ারের উপড় টিন দিয়ে কোনো রকমে কাজ চালাচ্ছি। এরপর সবাই খাওয়া ব্যাস্ত ছিলাম, আর কিছুটা বৃষ্টির সমস্যার কারণে ছবি তোলা হয়নি।

অবশ্য অন্যের খাওয়ার ছবি না দেখাই ভালো। এখনো অনেক অজানা ভাষার অচেনা শব্দের মত এই পৃথিবীর অনেক কিছুই অজানা-অচেনা রয়ে গেছে!! পৃথিবীতে কত অপূর্ব রহস্য লুকিয়ে আছে- যারা দেখতে চায় তাদের ঝিঁঝি পোকার বাগানে নিমন্ত্রণ।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.