আমাদের কথা খুঁজে নিন

   

বারবিকিউ ইন কামিনী ঘাট - ২

এখনো অনেক অজানা ভাষার অচেনা শব্দের ত ই পৃথিবীর অনেক কিছুই অজানা-অচেনা রয়ে গেছে!! পৃথিবীতে কত অপূর্ব রহস্য লুকিয়ে আছে- যারা দেখতে চায় তাদের ঝিঁঝিঁ পোকার বাগানে নিমন্ত্রণ। http://zizipooka.com/

কামিনী ঘাটে যাব আমরা বারবিকিউ করতে, কিন্তু সমস্যা হচ্ছে আমরা কেউই চিনিনা, জানি না কিকরে কামিনী ঘাটে যেতে হবে। তবুও ইকবাল ভাইকে বারবার কল করে আর পথে দেখা হওয়া জেলেদের জিজ্ঞাসা করতে করতে এক সময় ঠিকই পৌছে যাই কামিনী ঘাট। ততক্ষণে অবশ্য দুপুর গড়িয়ে গেছে। ট্রলার থেকে নেমেই আমরা কয়েকজন লেগে পড়ি আগুন জালাবার কাজে, বাকিরা বসে যায় দুপুরের খানা খেতে। ভেজা মাটিতে কত কষ্ট করে যে আগুন ধরিয়েছি... আজ কাহিনীর দ্বিতীয় অংশে তারই কয়েকটা ছবি দেখুন “বারবিকিউ ইন কামিনী ঘাট - ১ ” এরই মত উইথ ক্যাপশন। শেষটুকু এখনো বাকি রইলো। এখনো অনেক অজানা ভাষার অচেনা শব্দের মত এই পৃথিবীর অনেক কিছুই অজানা-অচেনা রয়ে গেছে!! পৃথিবীতে কত অপূর্ব রহস্য লুকিয়ে আছে- যারা দেখতে চায় তাদের ঝিঁঝি পোকার বাগানে নিমন্ত্রণ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.