আমাদের কথা খুঁজে নিন

   

Kevin Spacey অভিনীত 'K-PAX' মুভিটি যারা দেখেছেন ? ? ?

“First rule of business, protect your investment.”

আজ থেকে ২-৩ বছর আগে সম্ভবত। দোকান থেকে ডিভিডি ভাড়া আনতে গেছিলাম। K-PAX নামটা দেখে ভাল লাগাই মুভিটি বাসাই নিয়ে আসি, অবশ্য Kevin Spacey'র 'Seven' মুভিটা আগেই দেখা ছিল...জটিল লাগত ওরে। মুভি দেইখা তো পুরা টাসকি..... যেমন কাহিনী.. তেমন অভিনয়.. আর অসাধারন সাউন্ড ট্র্যাক। Kevin Spacey'র অভিনয় আর বলতে... মুভিটার ভক্ত হয়া গেলাম....। আপনারা অনেকে দেখে থাকবেন হয়ত। তাই ব্লগে শেয়ার করলাম, যারা দেখেছেন তারা কি ভাবছেন মুভিটা সম্বন্ধে জানার জন্য। ধন্যবাদ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।