এবং আগুন চেপে রাখার
কতটুকুইবা মতা রাখে
একটি নিয়মিত পাহাড়?
একটি ধারাবাহিক সাগরও কি পারে
সমগ্র আগুনের সকল কিছুই
হাত নাড়িয়ে বিদায় না দিতে?
তাছাড়া তৌর্যত্রিক মৃত্তিকাও কি পারে
আগুনের ভেতরের আগুনকে
অনন্তকালের উত্তরে
নিরুপদ্রব রাখতে?
অথচ একজন বেদনাবিদ্ধ
মানুষেরই কেবল আছে
সমস্ত আগুন চেপে রাখবার মতো
অসংসক্ত মতা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।