অতীতকে নিয়ে নস্টালজিক হতে ভালোবাসি, ভবিষ্যতের স্বপ্ন দেখতেও।
আমি হঠাৎ হঠাৎ স্বপ্ন দেখতে ভুলে যাই। তখন কিছুই ভালো লাগে না - শুধু চুপ করে বসে থাকতে ইচ্ছা করে। আশেপাশের সবাইকে ভীষণ অসহ্য লাগে। মনে হয়, সব কিছু ভুলে লম্বা একটা ঘুম দিয়ে আবার নতুন করে শুরু করি।
আমার ছোট্ট মস্তিষ্ক মাঝে মাঝে ভুলে যায় যে নিজে না পাল্টালে জীবনটা ঠিক একই রকম থাকে। আমার ব্যাপারটা হচ্ছে, আমি যদি কোন কিছুতে পুরোপুরি বিশ্বাস না করি, সেটা মাথায় ঢোকাতে সময় লাগে। যেমন, এইচ এস সির জন্য ইকোনোমিকস পড়ার সময় আমার মনে হতো, এটা পড়ার তো আমার কোন দরকার নাই। আমি এই সিস্টেমের কিছু কিছু ব্যাপার পছন্দ করি না, আর এইচ এস সির পর ইকোনোমিকস নিয়ে ঘাটাঘাটি করার একদম দরকার নেই, শুধু শুধু মাথা ঢুকিয়ে লাভ কি?
আমার এই সিনিসিজমের মাত্রা যখন অনেক ওপরে উঠে যায়, তখনই আমি স্বপ্ন দেখতে ভুলে যাই। কবিতা লিখতে ভুলে যাই।
সৌন্দর্য্যকে দূরে ঠেলে দেই। চিন্তা করা হয় না, চিন্তা লেখাও হয় না। টু ডু লিস্ট বাড়তে থাকে। চেনা গানগুলো প্লে লিস্টে রিপীটে বাজতে থাকে। বই পড়া হয় না।
মেজাজ খিটখিটে হয়ে যায়। খুব কাছের মানুষগুলোকে এমনি এমনি কষ্ট দিতে থাকি।
তারপর কেও একজন আমার শক্ত হৃদয়টাকে একটুখানি নাড়িয়ে দেয়। আর আমার খুব স্বপ্ন দেখতে ইচ্ছা করে। সমস্যগুলো ধরে ধরে একে একে মেটাতে ইচ্ছা করে।
আর আমার মনে হয়, মাত্র ছয় সপ্তাহ বাকি আছে তো কি হয়েছে? পুরো জীবনটাইতো পড়ে আছে, একটু একটু বদলে যাবার জন্য।
আজ হঠাৎ কেন মনে হলো? গত অনেক সপ্তাহ হয়তো মাথাটাকে বালির অনেক ভেতরে রেখে বসে ছিলাম। আওয়াল সিটির নাম শুনিনি। ফায়ারফ্লাইস এর নাম শুনিনি। আজকে গানটা শুনে মন ভরে গেলো।
খুব সুন্দর একটা কবিতা লিখতে ইচ্ছা করছে!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।