বেশ কিছু দিন পর পরই কোনো কোনো উদ্যমী ব্যক্তি আমার এই একাউন্ট হ্যাক করার চেষ্টা করেন। বিষয়টা বিব্রতকর, দুঃখজনক, এবং একই সাথে লজ্জাজনক বলে মনে করি আমি।
আমার নিজস্ব বিশ্বাস, নিজস্ব উপলব্ধি এবং বক্তব্য হয়তো কাউকে কাউকে আহত করে কোনো না কোনো সময়, তবে একই সাথে এটাও মেনে নেওয়া প্রয়োজন, সমাজ এইসব পারস্পরিক মতদ্বৈততার ভিত্তিতেই শক্তিশালী একটা সংগঠন হিসেবে টিকে আছে।
তবে ইদানিং মানুষের উপরে শ্রদ্ধাবোধ কমে যাচ্ছে এইসব অনাকাংক্ষিত ঘটনায়। ব্লগ কতৃপক্ষের আন্তরিকতা বিষয়ে আমার কোনো সন্দেহ বা সংশয় নেই।
তারা অনেক যাচাই বাছাই করে, নজর রেখে, জেনারেল রেখে কাউকে কাউকে প্রথম পাতায় লিখবার অনুমতি প্রদান করেন, কিন্তু এত সাবধানতার পরেও এইসব মানবিক বিকারগ্রস্ত মানুষের অনুপ্রবেশ থামানো যায় নি।
আমি কতৃপক্ষকে সামান্য একটা অনুরোধ করতে চাই,
তাদের বিশাল এই পরিসরে আমার মতো একজনের লেখার গুরুত্ব না ও থাকতে পারে, তবে আমার নিজের কাছে এই লেখাগুলোর মূল্য রয়েছে। এমন কোনো পন্থা এখানে নেই যে আমি গত ৪ বছরে লেখা এত ভাবনাকে এক সাথে অন্য কোথাও রেখে দিতে পারি।
আমি নিজেই সন্দিহান, যেভাবে মানুষ অত্যুৎসাহে একাউন্টে হ্যাকরে চেষ্টা করছে, একদিন দেখবো তারা আমার কোনো কোনো লেখা মুছে দিয়েছে। এই দুর্গটনা ঘটবার আগেই আমি চাচ্ছি এমন কোনো একটা সুযোগ আমাকে কতৃপক্ষ দিক, যাতে আমি লেখাগুলো অন্য কোথাও সংরক্ষণ করতে পারি।
আমার এখানের সব লেখা এবং মন্তব্য সর্বসাকুল্যে হয়তো ৫ মেগাবাইট হবে, যদি এর বেশীও হয়, তারা যদি আমার ই মেইলে এটার একটা অনুলিপি পাঠিয়ে দেন, আমি বাধিত হবো। কিংবা অন্য কোনো পদ্ধতি, যে পদ্ধতিতে আমাকে প্রতিটা লেখাই আলাদা করে কপি করে অন্য কোথাও নিতে হবে না, এমন যেকোনো পন্থা বাতলে দিলেও বাধিত থাকবো।
পরিশেষে বলি, যারা একাউন্ট হ্যাকিংয়ের চেষ্টা করছেন, তাদের সাথে আমার ব্যক্তিগত শত্রুতা সম্ভব নয়, মতাদর্শিক শত্রুতা যদি তৈরি হয় তবে সেটা আপনাদের অনুধাবনের ভুল। আমি কারো আদর্শকে অযৌক্তিক এবং নোংরা উপায়ে নির্মুলের পন্থায় বিশ্বাস করি না।
আপনাদের ধারাবাহিক এই একাউন্ট হ্যাকিংয়ের প্রচেষ্টায় আমি শুধুমাত্র নিজের দুঃখ প্রকাশ করতে পারি।
এভাবে নোংরামি না করে আপনারা বরং মন্তব্যে জানান আপনাদের মনের কষ্ট বেদনা ক্ষোভ কিংবা অন্য যেকোনো অনুভব, যে কারণে অন্য কারো একাউন্ট হ্যাকিংয়ের চেষ্টা করা যায়, যদি ততটা যৌক্তিক মনে হয় আপনাদের দাবি, আমি আপনাকে আমার একাউন্টের পাসওয়ার্ড দিয়ে দিবো।
ধন্যবাদ সবাইকে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।