গভীর কিছু শেখার আছে ....
[ছবি: খিজির হায়াত খান]
আগামীকাল মুক্তি পাচ্ছে ইন্টারস্পিডের প্রথম প্রযোজনায় নির্মিত ছবি "জাগো"। ছবিটি পরিচালনা করেছেন খিজির হায়াত খান। গতকাল যায়যায়দিনে এসেছিলেন তিনি। সে সময়ই "জাগো" ছবিটি নিয়ে তার সঙ্গে অনেক কথা হলো। তার সঙ্গে বলা কথাগুলো শেয়ার করলাম এখানে-
জাগো ছবিটির নির্মাণের নেপথ্য বলুন?
হলিউড ও বলিউডে খেলা নিয়ে বেশকিছু ছবি নির্মিত হলেও আমাদের দেশে শুধু খেলার ওপর কোনো ছবি তৈরি করা হয়নি।
সেজন্য আমি ফুটবল খেলা নিয়ে জাগো ছবির স্ক্রিপ্টটি তৈরি করে ইন্টারস্পিডের সঙ্গে দেখা করি। তারাও আমার স্ক্রিপ্ট দেখে আগ্রহ প্রকাশ করে ও জাগো ছবিটির প্রযোজনায় এগিয়ে আসে।
অন্য আরো খেলা থাকতে ‘ফুটবল’ নিয়ে কেন?
আমার বাবা ইস্ট বেঙ্গলে গোলকিপার হিসেবে খেলতেন। আমিও ক্যাডেট কলেজে পড়ার সময় থেকেই ফুটবলপাগল ছিলাম। বলা যায়, আমার ভালোলাগার স্থান থেকেই জাগো ছবিটি ফুটবল নিয়ে তৈরি করেছি।
জাগো ছবির টার্গেট দর্শক কারা?
জাগো একটি বাণিজ্যিক ছবি। এটি নির্মাণ করা হয়েছে আপামর দর্শকদের জন্য।
ছবিতে কয়েকটি গান থাকার কারণেই কি এটিকে বাণিজ্যিক বলছেন?
না। আমার মতে, যে ছবিটি কোনো নির্দিষ্ট শ্রেণীর দর্শকদের জন্য নির্মিত না হয়ে বরং সব ধরনের দর্শকরাই ছবিটি দেখতে পারেন সেটিই বাণিজ্যিক ছবি।
জাগো ছবিটি কোথায় কোথায় মুক্তি দিচ্ছেন?
প্রথম দিনেই জাগো মুক্তি পাচ্ছে আটটি হলে।
সেগুলো হলোÑ ঢাকার বসুন্ধরা স্টার সিনেপ্লেক্স, বলাকা, বিনাকা, অভিসার, ময়মনসিংহ, রাজশাহী, কুমিল্লা ও খুলনাতে। এরপর ছবিটি যদি দর্শক টানতে পারে তবে ধীরে ধীরে পুরো বাংলাদেশেই তা মুক্তি দেয়ার বিষয়টি প্ল্যানিংয়ে আছে।
পরবর্তী ছবির কাজ কবে শুরু করবেন?
আগে জাগো ছবির দর্শক রেসপন্স দেখে নিই। এরপর চিন্তা করবো পরবর্তী ছবির ব্যাপারে। তবে জাগো যদি ব্যবসা সফল না হয় তবে আমি আর নতুন কোনো ছবিই নির্মাণ করবো না।
দৈনিক যায়যায়দিনে প্রকাশিত
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।