আমাদের কথা খুঁজে নিন

   

মদ্যপানে সংযমী হওয়া উচিত

আতাউর রহমান কাবুল

মদ্যপানে সংযমী হওয়া উচিত অতিরিক্ত মদ্যপানে মস্টিøষ্ফে‹র কোষ ক্ষতিগ্রস্টø হয়। এতদিন বিজ্ঞানীরা এরকমই জানতেন, কিল্পøু আল্পøর্জাতিক এক গবেষক দল গত ১৮ ডিসেল্ফ^র জানিয়েছেন অন্যকথা। তারা বলেছেন, মাত্রাতিরিক্ত মদ্যপানে মস্টিøষ্ফে‹র কোষ ক্ষতিগ্রস্টø হলেও মস্টিøষ্ফ‹ স্ট^য়ংকিদ্ধয়ভাবে সেই ক্ষতি পুষিয়ে নিতে পারে নতুন কোষ তৈরির মাধ্যমে। তবে গবেষকদল এলকোহলে আসক্তদের সতর্ক করে দিয়ে বলেছেন, যত দ্র“ত সল্ফ¢ব তাদের মদ্যপানে সংযমী হওয়া উচিত। কারণ, যে ব্যক্তি যত বেশিদিন ধরে মাত্রাতিরিক্ত মদ্যপান করবে তার মস্টিøষ্ফে‹র এই স্ট^য়ংকিদ্ধয়ভাবে ক্ষতি পুষিয়ে নেবার ক্ষমতা ততটাই কমে যাবে।

কারণ তখন আর মস্টিøষ্ফ‹ নতুন কোষ তৈরি করতে পারে না। জার্মানির ওয়েজবার্গ ইউনিভার্সিটির গবেষক ড. অ্যান্ড্রিজ বার্টশ বলেন, মহৃলত এই গবেষণার মাধ্যমে এই সত্যটিই প্রকাশ পায় যে, এলকোহল পানে সংযমী হলে মস্টিøষ্ফ‹ তার জন্য প্রয়োজনীয় কিছু উপাদান সহজেই তৈরি করতে পারে যা মস্টিøষ্ফে‹র কাজ ভালোভাবে সল্ফপ্পল্পæ করতে সাহায্য করে। ড. বার্টশ এবং জার্মানি, ব্রিটেন, সুইটজারল্যান্ড ও ইতালির এই গবেষকদল ১৫ জন স্টúী ও পুরুষের উপর গবেষণা করে মদ্যপান ত্যাগের ৭ সপ্টøাহ আগে-পরে তাদের মধ্যে কী পরিবর্তন ঘটেছে তা পর্যবেক্ষণ করেন। তাদের মস্টিøষ্ফে‹র আয়তন, প্রকার ও কার্যপ্রণালী পরিমাপের মাধ্যমে মস্টিøষ্ফে‹র কোষ তৈরির সক্ষমতার বিষয়টি উদঘাটন করেছেন তারা। জটিল স্ট‹্যানিং প™ব্দতি ব্যবহার করে তারা দেখেছেন মদ্যপান বাদ দেয়ার ৩৮ দিন পরই তাদের মস্টিøষ্ফে‹র আয়তন শতকরা ২ ভাগ হারে বৃ™িব্দ পায়।

উল্কেèখ্য, অন্য প্রাণীর ক্ষেত্রেও প্রমাণিত হয়েছে, এলকোহল মস্টিøষ্ফে‹ নতুন কোষ উৎপাদনে বাধা দেয়। তাছাড়া গর্ভাবস্ট’ায় মাত্রাতিরিক্ত মদ্যপানে গর্ভের শিশুর মস্টিøষ্ফ‹ গঠনে ক্ষতিকর প্রভাব পড়ে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।