আমাদের কথা খুঁজে নিন

   

যে ঘটনা অনেকের চোখ এড়িয়ে গেছেঃ কুয়েটে অতিরিক্ত মদ্যপানে নিহত ছাত্রলীগ নেতার স্মৃতিস্তম্ভ

নাম সিসিলিয়ান কিন্তু খাটি বাংলাদেশী। আমাদের যে কয়েকটা বিশ্ববিদ্যালয় নিয়ে আমারা গর্ব করতে পারি তার মধ্যে একটা হচ্ছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যাল্য (কুয়েট)। ১৯৭৪ সাল থেকে কুয়েট আমাদের দেশ কে ইঞ্জিনিয়ার দিয়ে যাচ্ছে। রাজনৈতিক মুক্ত হিসেবে সুনাম থাকলেও বর্তমানে রাজনীতি এর রন্ধ্রে প্রবেশ করেছে যেন। তারই প্রমান ছাত্রলীগ নেতার স্মৃতিস্তম্ভ।

খবরটা চোখে পড়ল জামায়াতের পত্রিকা নয়াদিগন্ত থেকে । খবর থেকে জানা যায় ২০০৯ সালে কুয়েট শাখা ছাত্রলীগের সভাপতি একটি বিয়ের অনুষ্ঠানে গিয়ে অতিরিক্ত মদপান করে মৃত্যুবরণ করেন। তার স্মৃতির উদ্দেশ্যে ক্যাম্পাসে খান জাহান আলী হলের সামনে একটি ম্যুরাল প্রতিস্থাপন করা হয়। বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি গত বুধবার জরুরি সাধারণ সভা করে সেটি ১২ নভেম্বরের মধ্যে অপসারণের জন্য কুয়েট কর্তৃপক্ষকে আলটিমেটাম দিয়েছে কিন্তু এখনও কুয়েট কর্তৃপক্ষ ইতিবাচক সাড়া দেননি। নয়াদিগন্তের মূল খবর ।

দুই বছর আগে প্রথম আলোর লিঙ্ক প্রথম আলো বিষয়টা যেমন একদিকে হাস্যকর তেমনি লজ্জাজনক। কোন ব্যক্তি যদি ম্যুরালটি দেখে জানতে চান যে এই ছেলে কিসে মারা গেছে তখন সবাই উত্তর দিবে অতিরিক্ত মদপান করে। এতে সবচেয়ে বেশি কষ্ট পাবে সম্ভবত ঐ ছাত্রলীগ নেতার আত্মা। কারন মদ্যপানে মৃত ব্যক্তির জন্য আমাদের দেশে কেউ সমবেদনা দেখায় না বা দোআও করে নাহ। তাছাড়া একটা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে এইরকম স্মৃতিস্তম্ভ অত্যন্ত লজ্জাজনক।

কুয়েটে অনেক কনফারেন্সে দেশ বিদেশের মেহমান আসে, তারা যদি এইটা দেখে সেটা হবে কুয়েটের জন্য মানহানিকর। তাছাড়া দেশে এত শহীদ মুক্তিযোদ্ধা থাকতে এক ছাত্রলীগ নেতা যে কোন দূর্ঘটনা বা কোন গন্ডগোল বা কোন রাজনৈতিক আন্দোলনে মারা যায়নি, মদ্যপানে মারা গেছে তার জন্য স্মৃতিস্তম্ভ বানানো মনে হয় পৃথীবির ইতিহাসে বিরল। ছাগুদের দেখেছি মারা গেলে নামের আগে শহীদ কথাটা লাগাতে কিন্তু ছাত্রলীগ দেখছি এদের চেয়েও এগিয়ে। কুয়েটের ছেলেরা হয়ত প্রতিবাদটাও করতে পারবে নাহ কারন ইভটিজিং এর জন্য নেটে প্রতিবাদ করতে গিয়ে অনেকে বিপদের সম্মুখীন হয়েছ বলে শুনেছি, আর এই স্মৃতিস্তম্ভের পিছনে কর্তৃপক্ষ ও ছাত্রলীগ দুটাই আছে। তবে আশা করি কুয়েট কর্তৃপক্ষের শীঘ্রই বোধোদয় ঘটবে।

তারা স্মৃতিস্তম্ভটি সরিয়ে ফেলবে। পরিশেষে সেই ছাত্রলীগ নেতার আত্মার মাগফেরাত কামনা করছি। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.