(ডিসক্লেইমার: আজাইরা পোস্ট এটা..... কোন কাজ নাই তাই বসে বসে ফ্যান্টাসী চিন্তা)
বাংলাদেশে সেন্টমার্টিন আইল্যান্ড ঘুরে আসার পর আমার একটা ছড়া খুব করে মনে পড়ছিল: "রাজার ঘরেও যে ধন আছে, আমার ঘরেও সে ধন আছে"........সপ্তাশ্চার্যের একটাও বাংলাদেশে নাই( কক্সবাজার তো হল না) তবুও পৃথিবীর সবচেয়ে সুন্দর জায়গাগুলির মত সুন্দর একটি জায়গা আমি বাংলাদেশেই দেখে এলাম এটার মত আনন্দ আর কিই হতে পারে
যাই হোক, এখানে একটা লিস্ট(ছবিসহ) শেয়ার করি পৃথিবীতে কোন কোন জায়গা দেখতে চাই:
■ পারো থাকসাং মন্দির (ভূটান)
■ বরফে ঢাকা চীনের প্রাচীর
■ গ্রেট ব্যারিয়ার রীফ
■ হিমালয়ে সূর্যোদয়
■ শার্লক হোমসের বেকার স্ট্রিটের বাড়িটা
■ রাতের বেলায় নায়াগ্রা ফলস
■ ফরিদপুরে পল্লীকবি জসীমউদ্দীনের বাড়ি
এই মুহুর্তে এইগুলিই মনে পড়ছে..... মনে হয় এগুলোই টপ প্রায়োরিটি, আরো কিছু মনে পড়তে পারে.... পড়লে পড়ুক
আপনাদের পছন্দের জায়গা কোনটা ???
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।