আমাদের কথা খুঁজে নিন

   

পেনড্রাইভের জায়গা বাড়ান (হাই টেক বিডি এর সৌজননে )

ঘুমাতে,ও গান শুনতে ভালবাসি। আর ফিফা গেমিং....। সাধারণত উইন্ডোজ ফ্যাট বা ফ্যাট৩২ ফাইল পদ্ধতিতে চলে। ফলে এখানে ফাইল সঙ্কোচন করার কোন সুবিধা পাওয়া যায় না, তবে এনটিএফএস পদ্ধতিতে এ সুবিধা আছে। এনটিএফএস ফাইল সিস্টেমে পেনড্রাইভের মেমরি সাশ্রয় হয়।

চাইলে পেনড্রাইভকে ফ্যাট বা ফ্যাট৩২ থেকে এনটিএফএস-এ রূপামত্মর করা যায়। এ জন্য- প্রথমে Start মেনু থেকে Run-এ গিয়ে cmd লিখে OK করম্নন। পর্দায় C:\WINDOWS\System32\cmd.exe নামে একটি কমান্ড খুলবে। এবার Convert X:/FS:NTFS লিখে এন্টার করম্নন। এখানে X-এর জায়গায় পেনড্রাইভ যে ড্রাইভে রয়েছে সেই অÿরটি লিখতে হবে।

যেমন- L ড্রাইভে হলে L লিখতে হবে। এরপর My Computer-এ গিয়ে পেনড্রাইভের আইকনে ডান ক্লিক করে Properties-এ যান। এখান থেকে Compress Drive to Save Disc Space অপশনে টিক চিহ্ন দিয়ে OK করম্নন। এবার Apply to Sub Folders and Files অপশনে (যদি আসে) OK করে বের হয়ে আসুন। এখন পেনড্রাইভে যেকোন ফাইল কপি করলে সেটা খুব বেশি জায়গা নেবে না।

ফলে পেনড্রাইভের মেমরি অনেক সাশ্রয় হবে। বি:দ্র: এছাড়া অন্যভাবেও পেনড্রাইভকে NTFS ফরমেটে করা যায়। এজন্য- 1. My Computer-এ গিয়ে মাউস পয়েন্টার পেনড্রাইভের উপর রেখে ডান বাটনে ক্লিক করে Properties ক্লিক করম্নন। পর্দায় একটি উইন্ডো আসবে। 2. উক্ত উইন্ডোর Hardware ট্যাবে ক্লিক করম্নন এবং পেনড্রাইভ সিলেক্ট করে Properties বাটনে ক্লিক করম্নন।

পর্দায় একটি ডায়ালগ বক্স আসবে। 3. এরপর উক্ত ডায়ালগ বক্সের Policies ট্যাবে ক্লিক করে Optimize for Performance নির্বাচন করে OK করম্নন। 4. এতে পেনড্রাইভ NTFS ফরমেটে হবে। তবে তখন যদি পেনড্রাইভে কোন তথ্য থাকে তা মুছে যাবে। তাই পেনড্রাইভ কেনার পরই NTFS ফরমেট করা উচিত।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.