আমাদের কথা খুঁজে নিন

   

সাড়ে ১০ কোটি টাকার দলবদল

পুরনো ফরম্যাটের দলবদলে ঘরোয়া ক্রিকেটারদের দলভুক্ত করতে প্রাইম ব্যাংকের বাজেট ছিল সোয়া ২ কোটি টাকা। অভিনব লটারি পদ্ধতির দলবদলে বাজেটের তিন ভাগের এক ভাগ টাকা খরচ হয়েছে দলটির। টাকা সাশ্রয় হওয়ায় সন্তুষ্ট ক্লাব কর্মকর্তারা। কিন্তু লটারি ভাগ্য সহায়ক না হওয়ায় পরিকল্পিত দল গড়া হয়নি ক্লাবটির। প্রিমিয়ার বিভাগ ক্রিকেটের এবারের দলবদলে শুধু প্রাইম ব্যাংকই নয়, অর্থ বেচেছে সবগুলো ক্লাবের।

সব মিলিয়ে দলবদলে ঘরোয়া ক্রিকেটারদের জন্য ১২ ক্লাবের খরচ হয়েছে ১০ কোটি ৪৬ লাখ ৫০ হাজার টাকা। ২০১২-১৩ মৌসুমের দল গোছাতে সবচেয়ে বেশি অর্থ ব্যয় করেছে শেখ জামাল ১ কোটি ১৮ লাখ ৫০ হাজার টাকা। সবচেয়ে কম অর্থ ৫৫ লাখ টাকা খরচ হয়েছে ক্রিকেট কোচিং ক্লাবের (সিসিএস)। প্রিমিয়ার ক্রিকেটের দলবদল নিয়ে এপ্রিল মাস থেকেই শুরু হয়েছিল নানামুখি নাটক। বেশ কয়েকবার দলবদলের ও লিগ শুরুর তারিখ ঘোষণা করে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিশ (সিসিডিএম)।

কখনো ক্রিকেটারদের বয়কট, কখনো আবার ক্লাবগুলোর অনীহার মুখে চার-চারবার দলবদল ও লিগ শুরুর তারিখ ঘোষণা করেও মাঠে নামতে পারেনি সিসিডিএম। তাতে মনে হচ্ছিল এবারের মৌসুমের প্রিমিয়ার ক্রিকেট লিগের ঠাঁই হচ্ছে হিমাগারে। কিন্তু বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ও সিসিডিএম চেয়ারম্যান জালাল ইউনুসের ঐকান্তিক চেষ্টায় গত ২৫ আগস্ট আলোচিত দলবদল অনুষ্ঠিত হয় রুপসী বাংলা হোটেলে। যেখানে উপস্থিতি ছিল না ক্রিকেটারদের। লটারির পদ্ধতির দলবদলের সবচেয়ে আকর্ষণীয় ক্যাটাগরি ছিল 'এ' প্লাসের চার ক্রিকেটার মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তামিম ইকবাল ও নাসির হোসেন।

চারজনের পারিশ্রমিক সমান, ২২ লাখ টাকা। লটারিতে চার ক্রিকেটারকে যথাক্রমে দলভুক্ত করে শেখ জামাল, ব্রাদার্স ইউনিয়ন ও ভিক্টোরিয়া। এরপর জাতীয় দলের সহ অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ, ইমরুল কায়েশ, রুবেল হোসেনকে দলভুক্ত করেছে গাজী ট্যাংক, মাশরাফি বিন মর্তুজা, শামসুর রহমান শুভকে নেয় ঐতিহ্যবাহী মোহামেডান, নাসির হোসেন, এনামুল হক বিজয়, রবিউল ইসলাম শিবলুকে চ্যাম্পিয়ন ভিক্টোরিয়া, আবাহনী নিয়েছে শাহরিয়ার নাফিস, নাজিম উদ্দীন, শেখ জামাল মুশফিকুর রহিম, আবদুর রাজ্জাক রাজ, জহুরুল ইসলাম অমি, ইলিয়াস সানি, জুনায়েদ সিদ্দিকীকে, প্রাইম ব্যাংক জিয়াউর রহমান, এনামুল হক জুনিয়রকে, ব্রাদার্স ইউনিয়ন তামিম ইকবাল, সোহরাওয়ার্দী শুভ, অলক কাপালি, নাফিস ইকবাল, মেহরাব জুনিয়র, তারেক আজি খানকে, প্রাইম দোলেশ্বর মমিনুল হক সৌরভ, ফরহাদ রেজাকে, কলাবাগান ক্রীড়া চক্র সাকিব, নাঈম ইসলাম, মো. মিঠুন, নাদিফ চৌধুরীকে, খেলাঘর ফয়সাল হোসেন ডিকেন্স, শুভাগত হোম চৌধুরী, কলাবাগান ক্রিকেট একাডেমী মার্শাল আইয়ুব, সগির হোসেন পাভেলকে এবং সিডিএস নিয়েছে নাজমুল হাসান মিলনকে। এবারের দলবদলে ক্রিকেটারদের দলভুক্ত করতে কোটি টাকার উপরে ব্যয় হয়েছে মাত্র দুটি ক্লাব শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও কলাবাগান ক্রীড়া চক্রের। শেখ জামালের খরচ হয়েছে ১ কোটি ১৮ লাখ ৫০ হাজার টাকা এবং কলাবাগানের খরচ হয়েছে ১ কোটি ১১ লাখ টাকা।

কোটি টাকার কাছাকাছি খরচ হয়েছে চ্যাম্পিয়ন ভিক্টোরিয়া (৯৯ লাখ টাকা), ব্রাদার্স ইউনিয়ন (৯৯.৫ লাখ টাকা)। দুই বড় দল আবাহনী ও মোহামেডানের খরচ হয়েছে যথাক্রমে ৮৫ লাখ ও ৯৫.৫ লাখ টাকা। দলবদলে ১৮৮ ক্রিকেটারকে ৭ ক্যাটাগরিতে ভাগ করে সিসিডিএম। 'এ' প্লাস ক্যাটাগরির ক্রিকেটারদের মূল্য ২২ লাখ, 'এ' ক্যাটাগরির পারিশ্রমিক ১৫ লাখ, 'বি' প্লাস ক্যাটাগরির ১০ লাখ, 'বি' ক্যাটাগরির ৮ লাখ, 'সি' ক্যাটাগরির ৫ লাখ, 'ডি' ক্যাটাগরির ২.৫ লাখ এবং 'ই' ক্যাটাগরির ক্রিকেটারদের পারিশ্রমিক ১ লাখ টাকা।

 



সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.