- এই মেয়ে শুনছো!!
- কে ? আমি ?
- তুমি ছাড়া আর কাকেই বা বলবো?
- কেনো আমাকে কেনো বলছো?
- বলবোনা কেনো?
- বলবেই বা কেনো?
- তোমাই যে ভালোবাসি...
- এতোই কি সস্তা তোমার ভালোবাসা?
- না অনেক দামি।
- কত দাম?
- সাড়ে নয় টাকা। আর আটানা হলে ঝালমুড়ি কিনে দুজনে হেঁটে হেঁটে খেতে পারতাম।
- মাত্র সাড়ে নয় টাকার ভালোবাসা? এদিয়ে কি হবে?
- একটি কলম আর কিছু কাগজ নিয়ে লিখা যাবে, “মেয়ে!!
তোমাই ভালোবাসি। হ্যা তোওমাই ...”
এই সাড়ে নয়টাকা দিয়ে ৫ টাকার বাদাম কিনে দুজনে খেয়ে খেয়ে চলে যেতে পারব সুরপুরী
তে যেথা হতে তুমি এসেছো।
। নিবে আমাই?
- হুহ!! তোমাই কেনো নিবো... তুমি আমার কে?আর বাকি সাড়ে ৪ টাকাই বা কি করবে
- রেখে দিবো যখন বাকি আর আটানা জমে যাবে
তখন তোমাই একটা গোলাপ ফুল কিনে দেবো ৫ টাকা
দিয়ে সাথে দেবো আমার দু ফোটা প্রেম। ফুল দিয়ে বলবো তোওমাই ভালোবাসি। ।
তুমি যখন আমার দেয়া ফুলটি নিয়ে চুপটি করে বসে থাকবে আমি অপলকে দেখে যাবো।
আর ঈশ্বরকে বলবো সত্যি আমি কৃতজ্ঞ বিধাতা!!
- তুমি একটা পাগল। ।
- তুমি যদি আমার ডাক্তার হও তাহলে পাগল হতেও রাজি আছি।
- গাধা একটা যদি ভালোবেসে পিঠে চড়ে বস তাহলে গাধাই হবো।
তুমি আমার পিঠে আলতো করে
আমার পিঠ ছুয়ে বলবে নিয়ে যাও আর আমি তোমার লক্ষি গাধা হয়ে
তোমাই নিয়ে যাবো স্বপ্নলোকে।
- যখন ক্লান্ত হয়ে পড়বে? তখন...।
- মাঠে যাবো দুজনে আমি ঘাস খাবো আর ঘাসে জমে থাকা শিশির গুলো তোমাই দেবো।
আর তুমি তা দিয়ে তোমার ক্লান্তি মুছে নিবে। এই ফাঁকে আমি তোমার কোমলতাই
হারাবো। তুমি যখন ডাকবে আবার
তোমাই নিয়ে চলতে থাকবো।
পথের কোন শেষ থাকবেনা আমাদের।
দুজনে যেতে থাকবো দূরে অনেক দূরে...।
- আর ক্লান্ত হলে বলো আমাই তোমাই ভালোবাসি।
তোমার ভালোবাসাই আবার চলা শুরু করবো..
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।