সময়, কবিতা, ছোটগল্প, দেশ, দেশাচার
লী রেডমন্ড অবশেষে তার সপ্ন পুরন করতে সক্ষম হয়েছেন। 65 বছর বয়েসে পৃথিবীর সবচে' লম্বা নখের অধিকারিনী হিসেবে গিনেস বইতে নাম লেখাতে পেরেছেন। তার নখগুলোর দৈর্ঘ সব মিলিয়ে 7.51 মিটার। তার নিজস্ব ভাষ্যমতে অলিভ অয়েল, টুথব্রাশ ও নেইল হার্ডার দিয়ে তিনি তার নখের যত্নকরেছেন।
27 বছর আগে এই রেকর্ড তৈরী আশায় তিনি নখ রাখা শুরু করেছিলেন। রাতে বিছানার পাশে হাত ঝুলিয়ে রাখতে হয় তার, যাতে নখে কোন আঘাত না লাগে। দৈনন্দিন কাজগুলো কিভাবে সারা করেন, তার উত্তরে তিনি বলেন, খুব সাবধানে তাকে সব করতে হয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।