আমাদের কথা খুঁজে নিন

   

হাসনাত আবদুল হাইয়ের বিরুদ্ধে করা রিট আবেদন খারিজ

‘টিভি ক্যামেরার সামনের মেয়েটি’ প্রবন্ধের লেখক হাসনাত আবদুল হাইকে সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশনা চেয়ে করা রিট আবেদনটি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
আজ রোববার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এ বি এম আলতাফ হোসেন সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রিট আবেদনটি খারিজ করার নির্দেশ দেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক এম অহিদুজ্জামান ২১ এপ্রিল রিট আবেদনটি দাখিল করেন। প্রথম আলোয় ১৪ এপ্রিল প্রবন্ধটি প্রকাশিত হয়।
এ ব্যাপারে ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিত্ রায় প্রথম আলো ডটকমকে জানান, পক্ষে-বিপক্ষে এমন অনেক লেখা আছে।

যদি সব লেখা বিবেচনায় নেওয়া হয়, তাহলে অন্যরাও প্রতিকার চাইতে আদালতে আসতে পারেন। এসব বিবেচনায় রিট আবেদনটি খারিজ করে দিয়েছেন আদালত।
‘টিভি ক্যামেরার সামনের মেয়েটি’ প্রবন্ধের লেখক হাসনাত আবদুল হাইকে সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশনা চেয়ে ২১ এপ্রিল রিট আবেদন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক। এতে তাঁকে গ্রেপ্তার ও তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়ার আরজিও ছিল। রিটে স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক, ঢাকা মহানগর পুলিশের কমিশনার, ঢাকা জেলা ম্যাজিস্ট্রেট, পুলিশের উপকমিশনার (ধানমন্ডি জোন), ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও লেখক হাসনাত আবদুল হাইকে বিবাদী করা হয়।

রিটে কেন আবদুল হাইকে গ্রেপ্তার ও তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হবে না—এ মর্মে রুল চাওয়া হয়। ।

সোর্স: http://www.prothom-alo.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.