একজন ইউনুস খান বেঁচে থাকতে চান গণ মানুষের মৌলিক চাহিদা পূরণের আন্তরিক প্রচেষ্টা এবং উদ্যেগ গ্রহণের মাঝে।
গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান আজ রোববার সকালে বেসরকারি ভূমি উন্নয়ন সংস্থা ও রিহ্যাব নামে দুটি সংগঠনের সঙ্গে বৈঠক করেছেন।
বৈঠকে বেসরকারি ভূমি উন্নয়ন সংস্থার সভাপতি আহমেদ আকবর সোবহান ও রিহ্যাবের সভাপতি তানভিরুল হক প্রবাল উপস্থিত ছিলেন।
গৃহায়ণ প্রতিমন্ত্রী বলেন, এই দুটি সংস্থা থেকে ভূমিদস্যুদের বের করে দিতে হবে। একটি দৈনিক পত্রিকায় প্রকাশিত ৭১টি প্রতিবেদনের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আপনারা একে অন্যকে ভূমিদস্যু হিসেবে আখ্যায়িত করেছেন।
আপনারা পানিতে টাকা ঢাল, স্বপ্নের ঠিকানা নামে চমকপ্রদ বিজ্ঞাপন দিয়ে মানুষকে প্রতারিত করছেন। আপনারা ঘুমান কীভাবে? ছেলেমেয়েদের বিয়ে দেন কীভাবে? আপনাদের লজ্জা হয় না! বিষ খেয়ে আপনাদের মরতে ইচ্ছে করে না? অন্যের জমি নিজের নামে বিক্রি করেন, লজ্জা হয় না! এসব আমার কথা নয়। এগুলো পত্রপত্রিকায় সাংবাদিকেরা প্রকাশ করেছে। ’
প্রতিমন্ত্রী আরও বলেন, ‘আমি চাই আপনাদের আবাসন শিল্পী হিসেবে দেখতে। কিন্তু শিল্পীর সঙ্গে দস্যু একসঙ্গে বসবাস করতে পারে না।
আপনারা হাত পরিষ্কার করে আসুন। যতটুকু জমি আপনার ততটুকু বিক্রি করুন। এ জন্য সরকার যতটুকু প্রয়োজন ততটুকু করবে। এ কাজে যদি কেউ বাধা হয়ে দাঁড়ায়, হয় সে সরবে, না হয় আমি সরে যাব। নীতির প্রশ্নে আমাকে কেনা যাবে না।
এমনকি নীতির প্রশ্নে আমি আপস করব না। ’
প্রতিমন্ত্রী এসব কথা বলার সময় সাংবাদিকেরাও উপস্থিত ছিলেন।
Click This Link
সবই হইলো গিয়া ভানুমতীর খেইল। না বুঝলে জিগাইয়েন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।