আমার সম্পর্কে বলার তেমন কিছুই নাই শুধু এতটুকুই বলব, আমি অল্প অল্প লেখার চেষ্টা করছি।
০৪-০১-১০ হয়ে গেল বিশ্বের সবচেয়ে উঁচু স্থাপনার উন্মোচন "বুর্জ খালীফা" এর।
২,৭১৭ ফুট(৮২৮মিটার) উচ্চতা বিশিষ্ট এই দালানের নির্মানের কাজ শুরু হয় ২০০৪ সালের ২১শে সেপ্টেম্বর।
শুরুর ছবি
২০০৫ এর অবস্থা:
২০০৬ এ বুর্জ:
২০০৭ এ:
২০০৮ প্রায় শেষ:
২০০৯ অপেক্ষার পালা:
২০১০ অবশেষে :
এই হলো তবনটির শুরু থেকে শেষ পর্যন্তের ছবি।
উচ্চতম ভবন গুলোর মধ্যের ১২ টি রের্কড রয়েছে এই ভবনের দখলে।
ভবনটির নকশা করেছ স্কিডমোর ওয়িংস এন্ড মেরিল (এস ও এম) নামের একটি প্রতিষ্ঠান। এ ভবন তৈরীর প্রধান প্রকৌশলী ছিলেন এস ও এম এর বিল ব্যাকার।
তার সহযোগী ছিলেন একই প্রতিষ্ঠানের আ্যড্রিন স্মিথ।
১০৪২১০বর্গমিটার(সাইট এরিয়া কিন্তু ৪৬৪৫১৫ বর্গমিটার প্রজেক্ট এরিয়া) এর উপর অবস্থিত ১৬০তলাবিশিষ্ট এই ভবনে ৯০০ টি অ্যাপার্টমেন্ট আছে ১৯-৩৭ এবং ৭৭-১০৮ তালায়।
সুউচ্চ ভবনের জন্য সাধারনত ষ্টিল ব্যবহার করা হয়।
কিন্তু এ ক্ষেত্রে কংক্রিট ব্যহার করা হয়েছে। মোট কাঁচ লেগেছে ১৫ লক্ষ ২৮ হাজার বর্গ ফুট। বাইরের আবোয়ব সাজানোর জন্য চীন থেকে আনা হয়েছিল ৩০০ জন বিশেষঞ্জ। শ্রমিক আনা হয়েছিল দক্ষিন এশিয়া থেকে।
কি নেই এই ভবনে! পর্যবেক্ষণ ডেক থেকে মসজিদ, অ্যাপার্টমেন্ট থেকে সুইমিংপুল,৭তারা হটেল থেকে রেস্তরা, করপরেট অফিস সব ই আছে।
অভ্যন্তরীণ সজ্জায় আছে হাজার চিত্রকর্ম।
বিশ্বের দ্রুততম এলিভেটর যার গতি ঘন্টায় ৬৪কিমি তা এ বুর্জেই অবস্থিত। এই এলিভেটর গুলো সেকেন্ডে ৩৩ ফুট উপরে উঠতে পারে।
১৬০ তলার বিন্যাস এরুপ:
Floors Use
160 and above:- Mechanical
156–159:- Communication and broadcast
155:- Mechanical
139–154:- Corporate suites
136–138:- Mechanical
125–135 :- Corporate suites
124:- At the Top observatory
123 :- Sky lobby
122 :- At.atmosphere restaurant
111–121 :- Corporate suites
109–110:- Mechanical
77–108:- Residential
76 :- Sky lobby
73–75 :- Mechanical
44–72 :- Residential
43 :- Sky lobby
40–42 :- Mechanical
38–39 :- Armani Hotel suites
19–37:- Armani Residences
17–18 :- Mechanical
9–16:- Armani Residences
1–8 :- Armani Hotel
Ground:- Armani Hotel
Concourse:- Armani Hotel
B1–B2:- Parking, mechanical
এত বিশাল ভবন তৈরীর পিছনেও রয়েছে করুন কিছু কাহিনী।
(চলবে)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।