২০১০ – এর CES – এ মোবাইল ডিভাইস বিশেষ করে মোবাইল টাচ ডিভাইসের ছড়াছড়ি। এইচ.পি, লেনেভো, এসার মোটামুটি সব মেজর ভেন্ডরেরাই কিছু না কিছু অধিক পোর্টেবল, টাচ এবং স্লিম ডিভাইস দেখিয়েছে। সবথেকে ইন্টারেস্টিং ডিভাইসটি দেখিয়েছে এল.জি. LG GW990 এই ডিভাইসটিকে তারা বলছে স্মার্টফোন যদিও এটি প্রস্তুত করা হয়েছে ইন্টেলের নেটবুক / নেটটপ লাইন আপের প্রসেসর এটম দিয়ে। একে বলা হচ্ছে নেক্সট জেনারেশন স্মার্টফোন। প্রসস্ত টাচ স্ক্রিন, জিপিএস, ৫ মেগা পিক্সেল কেমেরা, হাই স্পিড ডাটা ট্রান্সফার, ডেস্কটপ ইন্টারনেটের এক্সপেরিয়েন্স এবং মাল্টি টাস্ককিং সুবিধাসহ মোবাইলটি চলবে লিনাক্স অপেরেটিং সিস্টেমে। ছবিসহ আরও বিস্তারিত জানতে ক্লিক করুন MyPortableArena.com
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।