নিজেকে লুকিয়ে রাখতে ভালো লাগে।
ক্রেতাদের বহুল প্রতিক্ষীত ইন্টেল কোর আই সেভেন প্রসেসর বাজারে নিয়ে এসেছে একটি বিক্রয়কারী প্রতিষ্ঠান। দ্রুত গতি ও কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে বিশেষ সুবিধা-সংবলিত এই প্রসেসরে রয়েছে ইন্টেল টারবো বুস্ট ও ইন্টেল হাইপার থ্রেডিং প্রযুক্তি, যা সব ধরনের কাজকে সহজ ও গতিময় করে তুলবে। এ প্রসেসরে চারটি কোর, আট মেগাবাইট স্মার্ট ক্যাশ, তিনটি মেমোরি চ্যানেল ইত্যাদি প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। সংক্ষেপে:
Processor: Intel Core i7 / i7-950 / 3.06 GHz processor
Core Speed: 3.06 GHz
Multi-Core Technology: Quad-Core
Compatible Processor socket: 1 x processor - LGA1366 Socket
Memory controller:: DDR3 800/1066/1333 MHz
Fabric Process: 45 nm
Cache Size: L3 Advanced Smart Cache - 8 MB
Bus Interface: 1x 4.8 GT/s QuickPath
এর দাম ধরা হয়েছে ২৬,০০০ টাকা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।