আমাদের কথা খুঁজে নিন

   

ইন্টেল কোর আই সেভেন প্রসেসর বাজারে

নিজেকে লুকিয়ে রাখতে ভালো লাগে।

ক্রেতাদের বহুল প্রতিক্ষীত ইন্টেল কোর আই সেভেন প্রসেসর বাজারে নিয়ে এসেছে একটি বিক্রয়কারী প্রতিষ্ঠান। দ্রুত গতি ও কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে বিশেষ সুবিধা-সংবলিত এই প্রসেসরে রয়েছে ইন্টেল টারবো বুস্ট ও ইন্টেল হাইপার থ্রেডিং প্রযুক্তি, যা সব ধরনের কাজকে সহজ ও গতিময় করে তুলবে। এ প্রসেসরে চারটি কোর, আট মেগাবাইট স্মার্ট ক্যাশ, তিনটি মেমোরি চ্যানেল ইত্যাদি প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। সংক্ষেপে: Processor: Intel Core i7 / i7-950 / 3.06 GHz processor Core Speed: 3.06 GHz Multi-Core Technology: Quad-Core Compatible Processor socket: 1 x processor - LGA1366 Socket Memory controller:: DDR3 800/1066/1333 MHz Fabric Process: 45 nm Cache Size: L3 Advanced Smart Cache - 8 MB Bus Interface: 1x 4.8 GT/s QuickPath এর দাম ধরা হয়েছে ২৬,০০০ টাকা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.