বিশ্বে পার্সোনাল কম্পিউটার বিক্রির ইতিহাসে এতবড় বিপর্যয় আগে ঘটেনি। সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, প্রযুক্তি বিশ্বে টাইটানখ্যাত ইন্টেল এবং আইবিএম দুটি প্রতিষ্ঠানই মুনাফা কমে যাওয়ায় বিপর্যয়ের মুখোমুখি হয়ে পড়েছে।
চিপ জায়ান্ট ইন্টেল জানিয়েছে, দ্বিতীয় প্রান্তিকে তাদের মুনাফা হয়েছে দুশ’ কোটি ডলার, যা এক বছর আগের তুলনায় ২৯% কমে গেছে। একই সময়ে আইবিএমের মুনাফা ১৭% নেমে তিনশ’ ২৩ কোটি ডলারে নেমে আসে।
উভয় প্রতিষ্ঠানই একইভাবে আয়ের ক্ষেত্রে বিপর্যয়ে পড়েছে।
তুলনামূলকভাবে আইবিএমের আয় ৩% এবং ইন্টেলের আয় ৫% কমেছে।
প্রচলিত কম্পিউটারের চিপ বিক্রির বিপর্যয় থেকে রক্ষা পেতে স্মার্টফোন ও ট্যাবলেটের জন্য চিপের বাজারে প্রবেশ করেছে ইন্টেল। অন্যদিকে আইবিএম হার্ডওয়্যার নির্মাণ কমিয়ে সফটওয়্যার উন্নয়নে মনোযোগী হয়েছে।
বিশ্লেষকদের অনুসন্ধানে জানা যায়, বিগত আট বছরের ইতিহাসে এই প্রথম আইবিএম মুনাফা বিপর্যয়ে পড়েছে। এর ফলে প্রতিষ্ঠানটি তাদের কর্মকর্তাদের সংখ্যা কমিয়ে ক্লাউড কম্পিউটিংয়ের দিকে মনোযোগী হয়েছে।
এ ছাড়াও ৩ হাজার ৩০০-এর বেশি কর্মকর্তা তাদের পদ থেকে ছাটাই হয়েছেন। এ ছাড়াও শীর্ষ ব্যবস্থাপনায়ও পরিবর্তন এনেছে প্রতিষ্ঠানটি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।