আমাদের কথা খুঁজে নিন

   

আল্লাহ শব্দ ব্যবহার নিয়ে বিরোধ মালয়েশিয়ায় গির্জায় হামলা

কাউকে কখন ও বেশী ভালোবাসতে নেই পরিনামে সেই দুঃখ দিতে পারে

আল্লাহ শব্দ ব্যবহার নিয়ে বিরোধ মালয়েশিয়ায় গির্জায় হামলা বিবিসি ‘গডের’ অনুবাদ হিসেবে খ্রিস্টানদের ‘আল্লাহ’ শব্দের ব্যবহার নিয়ে বিরোধের জের ধরে মালয়েশিয়ায় দুটি গির্জায় হামলা হয়েছে। এর মধ্যে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে একটি গির্জা । এদিকে মুসলিম সংগঠনগুলো গতকাল খ্রিস্টানদের ‘আল্লাহ’ শব্দ ব্যবহারের বিরুদ্ধে বিক্ষোভের প্রস্তুতি গ্রহণ করে। কুয়ালালামপুরের শহরতলিতে বৃহস্পতিবার মধ্যরাতে পরিচালিত আগুন বোমা হামলায় একটি গির্জার নিচতলা পুড়ে যায় এবং অপর গির্জার নিচতলায় আগুন ধরে যায়। এ ঘটনার প্রেক্ষাপটে পুলিশ সারাদেশের গির্জাগুলোয় নিরাপত্তা জোরদার করেছে।

পুলিশ প্রধান মুসা হাসান সাংবাদিকদের বলেন, ‘আমরা ঘটনাটি তদন্ত করছি এবং দোষীদের বিচারের সম্মুখীন করা হবে। ’ গির্জা এলাকায় টহল দিতে পুলিশের গাড়িও মোতায়েন করা হবে বলে তিনি উল্লেখ করেন। অগ্নিনির্বাপণ বিভাগের এক কর্মকর্তা জানান, ধর্মীয় ভবনগুলোতে আরও অগ্নিকাণ্ডের ঘটনার ব্যাপারে সব স্টেশনকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে। গতকাল বাদজুমা বিক্ষোভ আয়োজনকারী একটি সংগঠন প্রিভুমি পেরকাসা এ হামলার নিন্দা জানায়। তবে তারা সতর্ক করেছেন, দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগোষ্ঠী গভীরভাবে উদ্বিগ্ন।

সংগঠনের সভাপতি ইব্রাহিম আলী এএফপিকে বলেন, ‘আমার ধারণা, মুসলমানদের ক্ষোভ ও উদ্বেগ প্রকাশে বিধিনিষেধের কারণেই হয়তো গির্জায় হামলা হয়েছে। আপনাদের বুঝতে হবে, মুসলিমরা অসন্তুষ্ট হলে আমি নিশ্চিত যে, দেশে কোনো শান্তি হবে না। ’ দেশটির হাইকোর্ট গত সপ্তাহে ক্যাথলিক খ্রিস্টানদের পত্রিকা ‘হেরাল্ড’-এর মালয় ভাষার সংস্করণে ‘গড’-এর অনুবাদ হিসেবে ‘আল্লাহ’ শব্দের ব্যবহারের পক্ষে রায় দেয়। সরকার বলেছে, শব্দটি শুধু মুসলমানদেরই ব্যবহার করা উচিত। হাইকোর্টের সিদ্ধান্তে মালয়েশিয়ায় জাতিগত সংঘাত সৃষ্টি হতে পারে—সরকারের এই যুক্তি উত্থাপনের পর বুধবার রায়টি স্থগিত করা হয়।

হামলায় এসোব্লিজ অব গড সংগঠনের তিন তলাবিশিষ্ট মেট্রো টেবারনাকল গির্জার নিচতলা ক্ষতিগ্রস্ত হয়। তবে এতে কেউ হতাহত হয়নি। প্রথম হামলার কয়েক ঘণ্টা পর কুয়ালামপুরের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত একটি ক্যাথলিক গির্জায় কেরোসিন বোমা হামলা চালানো হয়। এতে সৃষ্ট আগুনে গির্জা কম্পাউন্ডের আংশিক ক্ষতি হলেও ভবনটি পুড়ে যায়নি। মেট্রো টেবারনাকলের অগ্নিনির্বাপণ বিভাগের অপারেশন প্রধান আনোয়ার হারুন বলেন, ফরেনসিক বিশেষজ্ঞরা পুলিশের সঙ্গে কাজ করেছেন।

অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে প্রশিক্ষিত কুকুর ইউনিটও নিয়োগ করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.