নোয়াখালীর প্রবীন সাংবাদিক দৈনিক ইত্তেফাকের সাবেক নোয়াখালী সংবাদদাতা ও নোয়াখালী প্রেসকাবের সাবেক সভাপতি মোঃ রফিক উদ্দিন আহম্মেদ মারা গেছেন। শুক্রবার সন্ধ্যায় নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন (ইন্নানিল্লাহে........রাজেউন)। মৃত্যুকালে তাঁর বসয়স হয়েছিলো ৭৫ বছর।
তিনি ছয় ছেলে এবং চার মেয়েসহ অসংখ্যগুনগ্রাহী ও সহকমী রেখে যান। শনিবার দুপুর সাড়ে ১২টায় নোয়াখালী প্রেসকাব চত্বরে তাঁর প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
পরে নোয়াখালী পৌর এলাকার মহব্বত পুর গ্রামের বাড়িতে দ্বিতীয় নামাজে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
জানা যায়, মোঃ রফিক উদ্দিন আহম্মেদ দীর্ঘদিন ধরে হৃদ রোগে ভুগছিলেন। গতকাল শুক্রবার দুপুরে তাঁর অবস্থান অবনতি ঘটলে তাঁকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি ঘটলে ডাক্তার ঢাকায় নেয়ার পরামর্শ দেন। কিন্তু সন্ধ্যার কিছু পরই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
তার মৃত্যুতে নোয়াখালী প্রেসকাবের সভাপতি আলমগীর ইউছুফ, নোয়াখালী সাংবাদিক ইউনিটির সভাপতি সাইফুল্যাহ কামরুল শোক প্রকাশ করেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।