আমাদের কথা খুঁজে নিন

   

ডাউনলোডার নিয়ে মারাত্তক এক বিপাকে... কোনটা থেকে কোনটা ভালো??

মন খুলে কথা বলুন....

আমি এই ব্লগে এর আগে dap নিয়ে নানা কথা বলেছি যে dap কত ভালো। আসলেই আমি কয়েকদিন আগে থেকেই orbit downloader দিয়ে কাজ করছি। আর আমি সম্পূর্ণ অবাক যে এটা দিয়ে আমি আরো ভালো স্পীড পাচ্ছি। মোটামুটি আমি এখন ১৫-২০ KBP/s পাচ্ছি। আর এই স্পীডটা স্থির থাকে।

ভালোই স্পীড পাচ্ছি আমি orbit downloader দিয়ে। এখন আমি আশা করি যে সবাই যেন orbit downloader ব্যাবহার করেন। আর তাছাড়া এটি মুক্ত সফটওয়্যার আর এটি free version তাই আর patch or reg key এর প্রয়োজন হবে না। আপনি চাইলে এটি নীচের সাইট থেকে ডাউনলোড করে দেখতে পারেন। http://www.orbitdownloader.com/download.html আশা করি যারা idm ব্যাবহার করেন তারাও এটি সমর্থন করবেন।

বাকী দেখা যাক আপনাদের মতামতের উপরে। বিঃদ্রঃ দয়া করে ভালো করে দেখে তারপর বলবেন। আমি জানতে চাই আপনাদের এটি কেমন লাগলো আর এটি সত্যিই ভালো নাকি। আপনাদের সহযোগীতা কামনা করছি। ধন্যবাদ সবাইকে



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.