আমাদের কথা খুঁজে নিন

   

জিপি ইন্টারনেট মডেম (ভুয়া)।সিটিসেল জুম কেমন?

এই দেশটা আমার, আপনার, আপনাদের সবার, আসুন দেশটাকা ভালবাসি।

আমি জিপি ইন্টারনেট মডেম ব্যবহার করি। আজ কয়েক দিন যাবৎ স্পিড এত কম পাই যে এক পেজ থেকে অন্য পেজে যেতে ২০ মিনিট কখন ও আধা ঘন্টা ও লাগে স্পিড মাসা-আল্লায় দিলে কখন ও ৩০ বাইট/পার সেকেন্ড আবার কখন ও ৯০কিলো বাইট/পার সেকেন্ড। কিন্তু হাসির বিষয় এই যে যখন ৯০কিলো বাইট/পার সেকেন্ড পাই তখন ও এক পেজ এক পেজ থেকে অন্য পেজে যেতে ২০ মিনিট কখন ও আধা ঘন্টা ও লাগে। এই হল গ্রামীন ফোনের ভুয়া ইন্টারনেট সার্ভিস।

কাষ্টমার কেয়ারে ফোন করে যখন বললাম আপনাদের ইন্টারনেট সার্ভিস ভুয়া ,ভদ্র লোক অথাৎকাষ্টমার ম্যানেজার আমার লাইন টি ডিছকানেক্ট করে দিল অথাৎ চোরের মার বড় গলা। তার পর ৩ ঘন্টা অনেক রিকুয়েস্ট করার পর লাইন টি ঠিক করে দিল। তাই মনে মনে সিদ্ধান্ত নিলাম আর নয় ভুয়া জিপি ইন্টারনেট সার্ভিস । আগামী মাসে সিটি সেল জুম নিতে চাই,ব্লগার বন্ধুরা আপনার যারা সিটিসেল জুম ব্যবহার করেন । জুমের সার্ভিস কেমন জানাবেন।

জানালে কৃতজ্ঞ থাকব।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।