ভারতের বিপক্ষে তো বটেই, কোন টেস্ট প্লেয়িং নেশনের বিপক্ষে ওয়ান ডে তে বাংলাদেশ আজ সর্বোচ্চ রান করলো। ২৯৬\৬।
প্রথমে টসে জিতে 'ডিউ ফ্যাক্টরে' আক্রান্ত শেরে বাংলা মাঠে সাকিবের ব্যাটিংএর সিদ্ধান্তে বিস্ময় সৃষ্টি।
তারপর, তামীমের দুর্দান্ত ঝড়ো ইনিংস এবং তামীম-কায়েসের চমৎকার ওপেনিং।
তামীমের আউট হওয়ার পর, কায়েস-আশরাফুলের ধীর ব্যাটিং।
সাকিবের দুর্ভাগ্যজনক রান আউট। ( ভারতের একমা্ত্র ফিল্ডিং আকর্ষন )। ওহো, ভারতে বাজেতম ফিল্ডিং ও আজকের আকর্ষন বটে!! )
পরবর্তীতে কিন্চিৎ মন্থর রানরেট।
অবশেষে, রিয়াদের বিস্ময়কর জ্বলে ওঠা ও নাইম-রিয়াদের ঝড়ো ফিনিশিং কাঙ্খিত ৩০০ তে না পৌছালেও, রেকর্ড রান ছুড়ে দেয়া বিপক্ষ ভারতকে!
এখন দেখা যাক বাংলাদেশ সকল শিশির ভ্রমকে, পরে ব্যাটিং করলে শেরে বাংলায় জেতা যায়- এমন মীথকে মিথ্যা প্রমান করে রেকর্ড রানের মান বজায় রেখে জিততে পারে কি-না!
কোটি বাংলাদেশীর মত আমিও দূর মহাদ্বীপদেশে আশায় বুক বেঁধে আছি... বছরের প্রথম ক্রিকেটীয় সেলিব্রেশনের জন্য।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।